Published : 14 Jun 2025, 05:10 PM
ভারতের হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেতা আমির খান তার শেষ কাজের ইঙ্গিত দিয়েছেন।
মিস্টার পারফেকশনিস্ট খ্যাত এই অভিনেতা বলেছেন, 'সিতারে জামিন পার' মুক্তির পরেই এই বিশাল প্রকল্পের কাজ শুরু হবে। সেটি হল ‘মহাভারত’ সিনেমার কাজ।
হিন্দুস্তান টাইমস লিখেছে, 'মহাভারত'কে নিজের 'স্বপ্নের কাজ’ বলে বর্ণনা করেছেন আমির।
তিনি বলেন, “আমি মনে করি, এটি এমন একটি কাজ, যা একবার করলে মনে হবে এরপর আর কিছু করার বাকি নেই। এই মহাকাব্যটি স্তরভিত্তিক, আবেগঘন, বিস্তৃত এবং মহিমান্বিত। এই জগতে যা কিছু রয়েছে, সবই মহাভারতে পাওয়া যায়।”
৫৯ বছর বয়সী আমির বলেছেন মহাকাব্যটির গভীরতা ও জটিলতা হয়ত তাকে এমন এক স্তরে পৌঁছে দেবে, যার পরে আর নতুন কিছু করার তাগিদ তিনি অনুভব করবেন না।
“হয়তো মহাভারত করার পর মনে হতে পারে আর কিছু করার নেই। জানি না নিশ্চিত, তবে এমনই মনে হচ্ছে।”
পাশাপাশি জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করার ইচ্ছাও পোষণ করেছেন আমির।
আমির বলেন, “আমি চাই, আমার মৃত্যু যেন হয় পায়ে জুতো পরে।”
আমির বর্তমানে 'সিতারে জামিন পার' সিনেমার প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
সিনেমায় আমিরের প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ। ‘সিতারে জামিন পার’ সিনেমায় ১০ জন নতুন মুখ নিয়ে হাজির হয়েছেন আমির খান। যাদের প্রত্যেকেই বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় আছেন।
এই ১০ জন হলেন- আরৌশ দত্ত, গোপী কৃষ্ণ ভার্মা, সাম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ বানসালি, আশীষ পেন্ডসে, ঋষি সাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র ও সিমরান মঙ্গেশকর।
এতে আরও অভিনয় করেছেন জেনেলিয়া ডি সুজা, দারশিল সাফারি, সোনালি কুলকার্নি, ব্রিজেন্দ্র কালা, সুরেশ মেননসহ আরো অনেকে।
‘সিতারে জামিন পারে’ আমির কেবল মূল চরিত্রের অভিনেতাই নয়, প্রযোজনাও করছেন। এটি আমিরের দারুণ সাড়া তোলা চলচ্চিত্র ‘তারে জামিন পারের’ সিকুয়েল।
‘সিতারে জামিন পার’ আগামী ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ সিনেমা দিয়ে ‘লাল সিং চাড্ডার’ ব্যর্থতার পর ফের চলচ্চিত্রে অভিনয়ে প্রত্যাবর্তন করছেন আমির।