Published : 09 Jun 2025, 11:53 PM
স্বামীর বিশ্বাসঘাতকতায় ক্ষতবিক্ষত এক নারীর ভয়ংকর প্রতিশোধের গল্পে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’।
ঈদ ঘিরে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাচ্ছে সিরিজটি। সোমবার থেকে দেখা যাবে এই সিরিজ।
তিন পর্বের এই সিরিজ নির্মাণ করেছেন শাহরিয়ার নাজিম জয়। প্রধান চরিত্রে অভিনয় করেছেন রুনা খান।
সিনেমার চিত্রনাট্যে প্রেম, বিশ্বাস, লোভ ও প্রতারণার এক গভীর দ্বন্দ্ব উঠে এসেছে।
গল্পের কেন্দ্রীয় চরিত্র রূপা, যিনি একজন গ্রামীণ গৃহবধূ। তার স্বামী মফিজ তার সঙ্গে বিভিন্ন ভাবে প্রতারণা করে। রূপা তখন পাল্টা প্রতিক্রিয়ায় প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। সাদাসিধে গ্রামের নারী থেকে হয়ে ওঠেন আধুনিক শহুরে নারী।
সিরিজে রূপার স্বামী মফিজের ভূমিকায় রয়েছেন জয়।
রিচালক বলেন, “ওয়েব কনটেন্ট নিয়ে আমাদের দেশে সবার মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। নাটক, সিনেমায় যেসব গল্প বলা যায় না, সেগুলো ওটিটিতে মুক্তি দেওয়া যায়। আমার বিশ্বাস আছে ‘পাপ কাহিনি’ ওয়েব সিরিজ দর্শক দেখলে তারা পছন্দ করবেন।"
এ সিরিজে আরও অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা, মৌসুমী মৌসহ অনেকে।