Published : 13 May 2025, 07:28 PM
গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজির গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আসছে ওয়েব ফিল্ম ‘মির্জা’। আগামী ২৩ মে বঙ্গতে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
‘মির্জা’ পরিচালনা করছেন অভিনেতা ও নির্মাতা সুমন আনোয়ার। নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম।
সম্প্রতি সিনেমায় মোশাররফ করিমের লুক পোস্টার প্রকাশ করেছে বঙ্গ। এতে মোশাররফ করিমকে দেখা গেছে চোখে চশমা, মাথায় টুপি পরে এক গোয়েন্দার লুকে।
পোস্টারটি ফেইসবুকে প্রকাশ করে বঙ্গ লিখেছে, "আইতাছে মির্জা, ক্রিমিনাল ভাগি যা!"
সিনেমাটি নিয়ে সুমন আনোয়ার গ্লিটজকে বলেন, "আমাদের এইখানে তো সেই অর্থে শার্লক হোমস, ফেলুদা এই ধরনের গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজি তৈরি হয় না। আমরা চেষ্টা করেছি মির্জা সিনেমায় একটা গোয়েন্দা গল্প তৈরি করার। যে চরিত্রটি একটু বয়স্ক, তরুণ জওয়ান না। বেশ মোটাসোটা, দৌড়াতে পারে না। ফাইট করতে পারে না। তবে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একজন মানুষ।"
সিনেমায় আরও অভিনয় করেছেন পারসা ইভানা, এরফান মৃধা শিবলু, তামান্না হক বর্ণা, সৌমি, দিলরুবা দোয়েলসহ অনেকে।
অভিনয়শিল্পী নিয়ে আনোয়ার বলেন, "মির্জা চরিত্রে মোশাররফ করিম দুর্দান্ত অভিনয় করেছেন। অন্য অভিনয়শিল্পীরা প্রত্যেকের জায়গা থেকে দারুণ করেছেন। আমরা বেশ আনন্দ নিয়ে শুটিং করেছি।"
সিনেমাটি নিয়ে আশাবাদী জানিয়ে এই পরিচালক বলেন, "প্রতিটি গল্পের শুটিং শেষে নির্মাতা বা তার টিম ভাবে তার কাজটি পৃথিবীর সেরা কাজ হয়েছে। ডিটেকটিভ জনরা হিসেবে মির্জার ক্ষেত্রে একধরনের প্রত্যাশা আমাদের আছে। আশা করছি দর্শকের ভালো লাগবে।"