Published : 09 Jun 2025, 05:37 PM
ঠাণ্ডাজনিত সমস্যায় আক্রান্ত হয়ে চার দিন ধরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন অভিনেতা জাহিদ হাসান।
তবে এখন তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে বলে জানিয়েছেন অভিনেতার স্ত্রী, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ।
গ্লিটজকে মৌ বলেন, “আমি জাহিদকে নিয়ে হাসপাতালে আছি, ঠাণ্ডাজনিত সমস্যা থেকে শরীরটা খারাপ করেছিল। প্রথমে জ্বর আসে, এরপর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। ঈদের আগের দিন হাসপাতালে ভর্তি করা হয়।
“এখন শরীর আগের চেয়ে অনেকটা ভালো। একটু সুস্থ হলেই আমরা বাসায় নিয়ে যেতে পারব।”
কোরবানির ঈদ ঘিরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত সিনেমা ‘উৎসব’। তানিম নূর পরিচালিত পারিবারিক গল্পের এই সিনেমায় অভিনয় করেছেন আরও অনেক শিল্পী।
এছাড়াও, চলতি বছরের শুরুতে রায়হান রাফীর ‘আমলনামা', ধারাবাহিক নাটক ‘ভাল্লাগে না'সহ বেশ কিছু কাজে দেখা গেছে এই অভিনেতাকে।