Published : 07 Apr 2025, 09:32 PM
ভারতের জনপ্রিয় হিন্দি সিনেমা ‘হেরা ফেরি' ফিরছে এর তৃতীয় পর্ব নিয়ে, এমন খবর শোনা যাচ্ছিল কোভিড মহামারীরও আগে থেকে। এবার সেই খবর বাস্তবে রূপ নিল।
মুম্বাইয়ে ‘হেরা ফেরি থ্রি’ সিনেমার প্রোমো শুট হয়ে গেছে এর মধ্যে।
তৃতীয় সিজনে আছেন ত্রয়ী- অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়াল। অবশেষে আরও এক বার বড় পর্দায় একসঙ্গে ফিরতে চলেছে রাজু, শ্যাম এবং বাবু।
প্রথম পর্বের পরিচালক প্রিয়দর্শনের হাত ধরেই ফিরছে ‘হেরা ফেরি থ্রি'। সিনেমার চিত্রনাট্য করেছেন রোহন শঙ্কর। যিনি ২০২১ সালে 'মিমি' সিনেমার চিত্রনাট্য করে আলোচনায় ছিলেন।
‘হেরা ফেরি ৩’ নিয়ে প্রিয়দর্শন বলেন, "খুব তাড়াতাড়ি ‘হেরা ফেরি ৩’ নিয়ে কাজ শুরু হয়ে যাবে। এই তৃতীয় পর্ব আমার কাছে ভীষণভাবে চ্যালেঞ্জিং, কারণ মানুষের এই সিনেমা নিয়ে অনেক প্রত্যাশা থাকবে। পর্দায় আরও একবার অক্ষয়, পরেশ এবং সুনীলকে দেখার জন্য অধীন আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।"
পরিচালকের ভাষ্য, মানুষকে কাঁদানো বা ভয় দেখানো সহজ কিন্তু হাসানো ভীষণ কঠিন। তাছাড়া সেই সময়ে যারা ‘হেরা ফেরি’ করে দর্শকের মন জয় করেছিলেন তাদের বয়সও বেড়েছে।
তাই পুরনো গল্পের রেশ ধরে সময়ের সঙ্গে মিল রেখে নতুন গল্প তৈরি করাও ‘সহজ নয়’ বলে মন্তব্য করেছেন প্রিয়দর্শন।
২০০০ সালে মুক্তি পায় ‘হেরা ফেরি’ সিনেমা। সে সেময় রাজু, শ্যাম এবং বাবু তিন চরিত্র দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে। প্রথম সিনেমার সাফল্যের পরে ২০০৬ সালে ‘ফির হেরা ফেরি’ নামে সিকুয়েল আসে। এরপর থেকেই হাসতে হাসতে পেটে খিল ধরানো ত্রয়ী চরিত্র বাবু ভাইয়া, রাজু ও শ্যামকে নতুন করে পর্দায় আনার প্রয়াস চলছিল।
মহামারীর আগেও শোনা গিয়েছিল আসছেন তারা। এরপর গত দুই বছর ধরে কয়েকবার আলোচনায় আসে এই সিনেমার কথা। অবশেষে সিনেমার প্রোমো শুটের শুরুর খবর সোশাল মিডিয়ায় জানাজানি হলে উচ্ছ্বাস জানিয়েছেন অনেকেই।
মূল সিনেমার প্রায় ২৫ বছর পর পরিচালক প্রিয়দর্শনের হাত ধরে ‘হেরা ফেরি’ কেমন হয় সেটিই দেখার অপেক্ষায় দর্শকরা।