Published : 08 Jun 2025, 09:14 AM
টেলিভিশন স্টেশনগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদের অনুষ্ঠানমালা। এর মধ্যে প্রচার হচ্ছে বেশ কিছু একক নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক।
রোববার এসব নাটক দেখা যাবে এনটিভি, চ্যানেল আই, দীপ্ত টিভি, মাছরাঙা, বৈশাখীসহ বিভিন্ন টেলিভিশন স্টেশন। সব স্টেশনেই ঈদের দ্বিতীয় দিনে প্রচার হবে চার থেকে পাঁচটি করে নাটক।
এ দিনের একাধিক নাটকে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নিলয় আলমগীর।
গোয়েন্দা ধারাবাহিক ছোটকাকু রহস্যে দেখা যাবে অভিনেতা আফজাল হোসেনকে। এছাড়া অভিনেতা তৌসিফ মাহবুবকে বেশ কয়েকটি নাটকে পাওয়া যাবে। কয়েকটি নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।
চ্যানেল আইয়ে অপূর্বের ‘ফিরে আসা’
ঈদের দিন থেকে সাত দিন পর্যন্ত চ্যানেল আইয়ে প্রচার হবে প্রায় ১৫টি নাটক ও ১৩ টি টেলিফিল্ম। দ্বিতীয় দিনের আয়োজন শুরু হবে দুপুর আড়াইটা থেকে। প্রচার হবে টেলিফিল্ম ‘তবুও মন’।
কিঙ্কর আহসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আবুল খায়ের চাঁদ। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী।
ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ 'ছোটকাকু রহস্য’ এর তৃতীয় পর্ব দেখা যাবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।
আট পর্বের এই সিরিজটি নির্মাণ করেছেন অনিমেষ আইচ। অভিনয় করেছেন আফজাল হোসেন, অর্ষা, সীমান্তসহ অনেকে।
একক নাটক ‘অন্তরে অন্তরে’ দেখা যাবে সন্ধ্যা সাড়ে ৭ টায়। নাটকটি রচনা করেছেন কাজী শহিদুল ইসলাম, পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে আছেন শাহেদ শাহরিয়ার, মাফতুহা জান্নাত জীম, আফিয়া ইসলাম ববিতা।
একই দিন রাত সাড়ে ৯ টায় প্রচার হবে নাটক ‘ফিরে আসা’। মেজবাহউদ্দিন সুমনের রচনা ও রুবেল হাসানের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তানজিম সাইয়ারা তটিনী, চিত্রলেখা গুহ, সমু চৌধুরী, সমাপ্তি মাসুকসহ অনেকে।
এনটিভিতে মোশাররফ করিমের 'প্রেশার ম্যান'
এনটিভিতে দ্বিতীয় দিনের আয়োজনে সকাল ৮ টায় দেখা যাবে 'বিহাইন্ড দ্য পাপ্পি' ধারাবাহিক নাটকের দ্বিতীয় পর্ব। রেদওয়ান রনির পরিচালনায় নাটকের চিত্রনাট্য করেছেন তাসনীমূল তাজ, আল আমীন হাসান ও রেদওয়ান রনি।
নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারুক আহমেদ, অর্পণা ঘোষ, মৌসুমী হামিদ, মুকিত জাকারিয়া, জুঁই করিম, সুমন পাটোয়ারী।
'প্রেম ও ছলনার গল্প' নামের নাটক দেখা যাবে সকাল ৯টায়। অপূর্ণ রুবেলের রচনায় পরিচালনা করেছেন পথিক সাধন। অভিনয় করেছেন ইয়াশ রোহান, রিয়া ঘোষ, নিদ্রা দে নেহা, সমু চৌধুরী।
একই দিন দুপুর ২টা ৩০ মিনিটে দেখা যাবে টেলিফিল্ম 'তোমাকেই ছুঁতে চাই'। মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় এতে অভিনয় করেছেন আরশ খান, সামিরা খান মাহী, শামীম আহমেদ।
সন্ধ্যা ৬ টা ৪০ দেখা যাবে 'প্লিজ আমাকে ক্ষমা করে দাও' নাটকটির দ্বিতীয় পর্ব। নাটকের গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মোহন আহমেদ। অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, চাষী আলম, ইশকিয়াক আহমেদ রুমেল, সালহা খানম নাদিয়া, ফাহমিদা বন্যা, পামির, জারা নূর, শেলী আহসানসহ অনেকে।
'শেষ গান' শিরোনামের একক নাটক দেখা যাবে রাত ৭ টা ৫৫ মিনিটে। রচনা করেছেন সারওয়ার রেজা জিমি, পরিচালনায় ছিলেন তুহিন হোসেন। নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা।
রাতে দেখা যাবে আরও দুই নাটক 'ভাই ভাবি' ও 'প্রেশার ম্যান'। জুলফিকার ইসলাম শিশিরের পরিচালনায় ভাই ভাবি নাটকে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি। নাটকটি দেখা যাবে রাত ৯টা ১০ মিনিটে।
রাত ১১ টা ৫ মিনিটে দেখা যাবে 'প্রেশার ম্যান'। নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানহা তাসনিয়া, শামীম জামান। নাটকটি রচনা করেছেন সেজান নূর এবং পরিচালনা করেছেন শামীম জামান।
আরটিভিতে দেখা যাবে 'মুশকিল আসান কোম্পানি'
আরটিভিতে সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে ঈদের দ্বিতীয় দিনের নাটক প্রচার। দেখা যাবে একক নাটক 'যদি কিন্তু তবুও'। নাটকটি রচনা করেছেন মশিউর রহমান, পরিচালনায় ছিলেন সহিদ উন নবী। এতে জুটি বেঁধেছেন ফারহান আহমেদ জোভান ও সাফা কবির।
রাত ৮টায় প্রচার হবে একক নাটক 'ঝাল মুড়ি'। ওসমান মিরাজের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।
একই দিন রাত ৯ টা ১০মিনিটে দেখা যাবে ৭ পর্বের ধারাবাহিক নাটক 'মুশকিল আসান কোম্পানি'। সহীদ উন নবীর পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম হাসান অনিক, আনিকা কবীর শখ।
সাড়ে ৯ টায় দেখা যাবে একক নাটক 'তোমার জন্য ভালোবাসা'। ইসরাত আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।
'কন্টেন্ট অফ দ্য ইয়ার' ধারাবাহিক নাটকের দ্বিতীয় পর্ব দেখা যাবে রাত ১১ টায়। পাপ্পু রাজের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মেহেদী রনি। অভিনয় করেছেন যাহের আলভী, মুসাফির সৈয়দ, তানজিম হাসান অনিক, ইফফাত আরা তিথি।
বৈশাখী টেলিভিশনে চার ধারাবাহিক নাটক
বৈশাখী টেলিভিশনের ঈদের দ্বিতীয় দিনের নাটকের আয়োজন শুরু হবে বিকেল ৫ টা ৫০ মিনিটে। দেখা যাবে ধারাবাহিক নাটক ‘ঘরজামাইদের বাড়ির’ দ্বিতীয় পর্ব। অভিনয় করেছেন ডা. এজাজ, ফারজানা ছবি, এলেন শুভ্র, ফারজানা আহসান মিহি, কাজী রাজু, আহসানুল হক মিনু, রিমি করিম। নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর এবং পরিচালনা করেছেন সজীব মাহমুদ।
আরও একটি ধারাবাহিক নাটক প্রচার হবে সন্ধ্যা ৬ টা ২০মিনিটে। নাটকের নাম ‘জোকার জলিল’। অভিনয় করেছেন মীর সাব্বির, ফারজানা আহসান মিহি, বড়দা মিঠু, অনুভব, নূপুর। নাটকটি রচনা করেছেন মিজানুর রহমান বেলাল এবং পরিচালনায় ছিলেন আদিত্য জনি।
ধারাবাহিক নাটক ‘জার্নি টু লন্ডনের’ দ্বিতীয় পর্ব দেখা যাবে রাত সাড়ে ৭ টায়। এ নাটকে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা রহমান, শফিউল আলম বাবু, শফিক খান দিলু, আমিন আজাদ, নন্দিনী। নাটকের গল্প লিখেছেন টিপু আলম মিলন, চিত্রনাট্য করেছেন ইউসুফ আলী খোকন এবং পরিচালনা করেছেন আল হাজেন।
একক নাটক ‘চাপাবাজ ফ্যামিলি’ প্রচার হবে রাত ৮টা ১০ মিনিটে। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। রচনা ও পরিচালনায় অঞ্জন করিম।
রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘উভয় সংকটের’ দ্বিতীয় পর্ব। এ নাটকে অভিনয় করেছেন মীর সাব্বির, মৌসুমী হামিদ, ফারুক আহমেদ, রেশমা আহমেদ, ম আ সালাম, সুবর্ণা মজুমদার। রচনা করেছেন জাকির হোসেন উজ্জল, পরিচালনায় ছিলেন ফরিদুল হাসান।
‘আমার ভাঙ্গা গাড়িতে’ নাটকটি দেখা যাবে ৯টা ৫৫ মিনিটে। অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, মাসুম বাসার। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হামেদ হাসান নোমান।
মেগা নাটক ‘বিবাহ অভিযান’ দিয়ে শেষ হবে বৈশাখী টেলিভিশনের দ্বিতীয় দিনের আয়োজন। নাটকটি প্রচার হবে ১১ টা ৪০ মিনিটে। অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, জেবা জান্নাত। পরিচালনা করেছেন আশরাফী মিঠু।
মাছরাঙা টেলিভিশনে মোশাররফ করিমের 'হাফ বয়েল ভালোবাসা'
মাছরাঙা টেলিভিশনে বিকাল ৫ টা ৫০ মিনিটে নাটক 'লাভ ইন দ্য এয়ার' প্রচারের মধ্য শুরু হবে ঈদের দ্বিতীয় দিনের আয়োজন। এটি রচনা ও পরিচালনায় ছিলেন মাবরুর রশীদ বান্নাহ। অভিনয় করেছেন মুশফিক ফারহান, আইশা খান।
ধারাবাহিক নাটক 'শশুড়ের বিয়ের' দ্বিতীয় পর্ব দেখা যাবে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। রচনা আল আমিন স্বপন ও পরিচালনায় তাইফুর জাহান আশিক। অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, মিহি আহসান।
মোশাররফ করিম ও সামান্থা অভিনীত 'হাফ বয়েল ভালোবাসা' নাটকটি দেখা যাবে রাত ৮টায়। দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন বর্ণনাথ।
একই দিন রাত ৯টা ১০ মিনিটে দেখা যাবে ধারাবাহিক নাটক 'থ্রি ইডিয়টস'। রচনা করেছেন অনামিকা মণ্ডল, পরিচালনা করেছেন ইমরান হাওলাদার। নাটকে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, সালহা নাদিয়া।
রাত ১০টা ২০ মিনিটে দেখা যাবে নাটক 'মন মানে না'। তৌফিকুল ইসলামের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও সাদিয়া আয়মান।
টেলিফিল্ম 'বেঈমান' দিয়ে শেষ হবে মাছরাঙা টেলিভিশনের ঈদের দ্বিতীয় দিনের আয়োজন। নাটকটি দেখা যাবে রাত সাড়ে ১১ টায়।
নাটকে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নিহা। রচনা ও পরিচালনা করেছেন আর্থিক সজীব।
দীপ্ত টিভিতে অপূর্বর নাটক 'চিঠি দিও'
সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভিতে দেখা যাবে একক নাটক 'চিঠি দিও'। সৈয়দ শাকিলের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তানজিম সাইয়ারা তটিনী।
চয়নিকা চৌধুরীর পরিচালনায় রাত ৮টায় দেখা যাবে একক নাটক 'পূর্ণতায় তুমি'। অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি।
সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ওই পাড়া থেকে সাবধান' এর দ্বিতীয় পর্ব দেখা যাবে রাত ৯টা ৪০ মিনিটে। শামীম জামানের পরিচালনায় নাটকে অভিনয় করেছেন আ খ ম হাসান, আল মনসুর, চিত্রলেখা গুহ, আহসানুল হক মিনু, স্বাগতা, প্রাণ রায়।
একক নাটক 'মুখোমুখি অন্ধকার' দেখা যাবে রাত ১০টায়। অনন্য ইমনের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সাবিলা নূর।