Published : 03 Jun 2025, 08:15 PM
কোরবানির ঈদে বিটিভিতে ঈদ উপলক্ষে গানের শো নিয়ে আসছে দেশের ১৩টি ব্যান্ড দল।
বিজ্ঞপ্তিতে বিটিভি জানিয়েছে, প্রচার হবে চার পর্বের বিশেষ ব্যান্ড শো। ঈদের তৃতীয় দিন থেকে শুরু হবে এই আয়োজন। সেদিন সন্ধ্যা ৭টায় গান গাইবে 'চিরকুট' ব্যান্ড।
নাসির উদ্দিনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কাজী মমরেজ মাহমুদ।
ঈদের চতুর্থ দিন বিকাল ৪টায় 'এফ মাইনর', 'মেকানিক', 'নাটাইয়ের’ পরিবেশনা রয়েছে।আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় ও সেবন্তীর উপস্থাপনায় এই তিন দল আটটটি গান শোনাবে।
একই দিন সন্ধ্যা ৭টায় গোলাম মোর্শেদের প্রযোজনায় গান শোনাবে 'আর্ক', 'সিম্ফনি', 'অরবিট' ও 'রক্স বে রক'।
আর্ক গাইবে ‘সুইটি তুমি আর কেঁদোনা’, ‘একাকী আমি একাকী’ এবং ‘যা ছিল আড়ালে পরিচয়’ গানগুলো।
এছাড়াও সিম্ফনি গাইবে ‘এখনো পৃথিবীটা কী দারুণ সেজেছে’, ‘যে চোখে ছিল ভালোবাসা’, অরবিট শোনাবে ‘তুমি শুধু আমার’, ‘ওই এলোরে বান’ এবং রক্স বে রক শোনাবে ‘তুমি আমার অধরা’ গানটি।
ঈদের ৫ম দিন সন্ধ্যা ৭টায় আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় গাইবে ব্যান্ড 'বিজয়', 'বেঙ্গল সিম্ফনি', 'শুভযাত্রা' ও 'আভাস'।