Published : 06 Jun 2025, 09:28 PM
প্রতিবছরের মত এবারের কোরবানির ঈদেও টেলিভিশন স্টেশনগুলো প্রচার করবে একগুচ্ছ নতুন নাটক ও টেলিফিল্ম।
চ্যানেল আই, এনটিভি, আরটিভি, মাছরাঙা, দীপ্ত টিভিতে বেশ কিছু একক, ধারাবাহিক নাটক ও টেলিফিল্ম দেখা যাবে।
ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী এক সপ্তাহ ধরে চলবে এ আয়োজন।
অভিনেতা মোশাররফ করিম, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, বিজরী বরকতউল্লাহ, ইন্তেখাব দিনার, জিয়াউল ফারুক অপূর্ব, তানজিম সাইয়ারা তটিনী, জান্নাতুল সুমাইয়া হিমি, নিলয় আলমগীর, ফারহান আহমেদ জোভান, তৌসিফ মাহবুব, তানিয়া বৃষ্টিসহ আরও অনেককে পাওয়া যাবে ঈদের একাধিক নাটকে।
চ্যানেল আইয়ে ‘ছোটকাকু রহস্য’ ও নাটক ‘লেখক’
কোরবানির ঈদে চ্যানেল আইয়ের আটদিনব্যাপী আয়োজনে থাকছে ১৫টি নাটক এবং ১৩টি টেলিফিল্ম। এর মধ্যে ঈদের আগের দিন থেকে প্রচার হবে ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকু রহস্য’।
আটপর্বের এই সিরিজটি নির্মাণ করেছেন অনিমেষ আইচ। অভিনয় করেছেন আফজাল হোসেন, অর্ষা, রওনক হাসান, সীমান্তসহ অনেকে। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচার হবে এই ধারাবাহিকটি।
ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘চাঁদের হাট ২’। রচনা ও পরিচালনা কে এম সোহাগ রানা। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, কেয়া পায়েল, মুনিরা মিঠু, ড. এজাজ, কে এম সোহাগ রানাসহ অনেকে।
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় টেলিফিল্ম ‘ক্ষতিপূরণ’ দেখা যাবে বিকেল সাড়ে ৪টায়। সিদ্দিক আহমেদের রচনায় এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও মালাইকা চৌধুরী।
এছাড়া রয়েছে ঈদের বিশেষ একক নাটক। চ্যানেল আইয়ের পর্দায় সন্ধ্যা সাড়ে ৭টায় দেখা যাবে আবুল হায়াতের পরিচালনায় নাটক ‘লেখক’। রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে এ নাটকে অভিনয় করেছেন তৌকির আহমেদ, বিজরী বরকতুল্লাহ, আবুল হায়াত।
একই দিন রাত সাড়ে ৯টায় প্রচার হবে নাটক ‘মন মঞ্জিলে’। রচনা ও পরিচালনা করেছেন হাসিব হোসাইন রাখি। অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী।
এনটিভিতে ঈদের দিন ৭ নাটক
এনটিভিতে সকাল ৮টা থেকে প্রচার শুরু হবে ঈদের দিনের বিশেষ নাটকগুলো। রেদওয়ান রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ‘বিহাইন্ড দ্য পাপ্পির' চিত্রনাট্য করেছেন তাসনীমূল তাজ, আল আমীন হাসান ও রেদওয়ান রনি।
নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারুক আহমেদ, অর্পণা ঘোষ, মৌসুমী হামিদ, মুকিত জাকারিয়া, জুঁই করিম, সুমন পাটোয়ারী।
সকাল ৯টায় দেখা যাবে একক নাটক ‘দোলনা ঘর'। নাটকটি রচনা করেছেন সাখাওয়াত হোসেন ও পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তানিয়া বৃষ্টি, আব্দুল্লাহ রানা, দিহান, শিশির আহমেদ, বাপ্পীসহ অনেকে।
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘একটি পুরানো ছবি'। চয়নিকা চৌধুরীর পরিচালনায় নাটকে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, আবু হুরায়রা তানভীর, সামিরা খান মাহি,, সমু চৌধুরীসহ অনেকে।
‘প্লিজ আমাকে ক্ষমা করে দাও' নামে একটি ধারাবাহিক নাটক প্রচার হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে। নাটকের গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মোহন আহমেদ। অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, চাষী আলম, ইশকিয়াক আহমেদ রুমেল, সালহা খানম নাদিয়া, ফাহমিদা বন্যা, পামির, জারা নূর, শেলী আহসানসহ অনেকে।
একই দিন রাত ৭টা ৫৫ মিনিটে দেখা যাবে একক নাটক ‘কোটিপতি'। নাটকটি রচনা করেছেন জায়েদ জুলহাস। পরিচালনায় বর্ননাথ। অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, মাসুম বাশার।
একক নাটক ‘ডাকাইতের দল' প্রচার হবে রাত ৯টা ১০মিনিটে। পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। অভিনয়ে মোশাররফ করিম, সাদ্দাম মাল, রোবেনা রেজা জুঁই।
এনটিভিতে ঈদের দিনের শেষ নাটক দেখা যাবে রাত ১১টায়। নাটকের নাম ‘আবেগ'। রিয়াজুল আলম শাওনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, আইশা খান।
ঈদে আরটিভিতে ২৩ নাটক
আরটিভিতে আট দিনব্যাপী ঈদ আয়োজনে থাকছে ২৩টি একক নাটক এবং দুটি ধারাবাহিক নাটক।
সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক ‘সানগ্লাস ফ্যামিলি'। রচনা করেছেন জুয়েল এলিন, পরিচালনায় ছিলেন জাকিউল ইসলাম রিপন। নাটকে জুটি বেঁধেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি।
রাত ৮টায় দেখা যাবে একক নাটক 'লেডি যমজ'। নাটকটি পরিচালনা করেছেন আদি বাসী মিজান। অভিনয় করেছেন মানসি প্রকৃতি, তন্ময়া সোহেল, আশরাফুল আলম সোহাগ।
একই দিন রাত ৯টা ১০মিনিটে দেখা যাবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মুশকিল আসান কোম্পানি'। সহীদ উন নবীর পরিচালনায় এতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, চাষী আলম, তানজিম হাসান অনিক, আনিকা কবীর শখ।
এরপর দেখা যাবে একক নাটক ‘মিস্টার নেগেটিভ'। নাটকটি প্রচার হবে রাত সাড়ে ৯টায়। হামেদ হাসান নোমানের রচনা ও পরিচালনায় নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টি।
‘কন্টেন্ট অফ দ্য ইয়ার' নামে একটি ধারাবাহিক নাটক দেখা যাবে রাত ১১টায়। পাপ্পু রাজের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মেহেদী রনি। অভিনয় করেছেন যাহের আলভী, মুসাফির সৈয়দ, তানজিম হাসান অনিক, ইফফাত আরা তিথি।
বৈশাখী টিভিতে ২৭ নাটক
বৈশাখী টেলিভিশনের কোরবানির ঈদ আয়োজনে থাকছে মোট ২৭টি একক নাটক এবং চারটি ধারাবাহিক নাটক।
এ আয়োজন শুরু হবে বিকাল ৫টা ৫০ মিনিটে। দেখা যাবে ধারাবাহিক নাটক ‘ঘরজামাইদের বাড়ি’।
এ নাটকে অভিনয় করেছেন ডা. এজাজ, ফারজানা ছবি, এলেন শুভ্র, ফারজানা আহসান মিহি, কাজী রাজু, আহসানুল হক মিনু, রিমি করিম।
নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর এবং পরিচালনা করেছেন সজীব মাহমুদ।
আরও একটি ধারাবাহিক নাটক প্রচার হবে সন্ধ্যা ৬টা ২০মিনিটে। নাটকের নাম ‘জোকার জলিল’।
অভিনয় করেছেন মীর সাব্বির, ফারজানা আহসান মিহি, বড়দা মিঠু, অনুভব, নূপুর। এটি রচনা করেছেন মিজানুর রহমান বেলাল এবং পরিচালনায় ছিলেন আদিত্য জনি।
ধারাবাহিক নাটক ‘জার্নি টু লন্ডন’ দেখা যাবে রাত সাড়ে ৭টায়। এতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা রহমান, শফিউল আলম বাবু, শফিক খান দিলু, আমিন আজাদ, নন্দিনী।
নাটকের গল্প লিখেছেন টিপু আলম মিলন, চিত্রনাট্য করেছেন ইউসুফ আলী খোকন, পরিচালনা করেছেন আল হাজেন।
‘ঘর ছাড়া’ নামের একক নাটক প্রচার হবে রাত ৮টা ১০ মিনিটে। মহিন খানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, মাসুম বাসার, মাসুম বাসার, চিত্রলেখা গুহ, লুৎফর রহমান জর্জ।
রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ঊভয় সংকট’। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, মৌসুমী হামিদ, ফারুক আহমেদ, রেশমা আহমেদ, ম আ সালাম, সুবর্ণা মজুমদার। নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জল, পরিচালনায় ছিলেন ফরিদুল হাসান।
একক নাটক ‘কাস্টিং আউচ’ দেখা যাবে রাত ৯টা ৫৫ মিনিটে। অভিনয় করেছেন খায়রুল বাসার, রিয়া ঘোষ, নাদের চৌধুরী, হিমে হাফিজ। এটি রচনা ও পরিচালনা করেছেন পথিক সাধন।
মেগা নাটক ‘বিউটি এখন নায়িকা’ প্রচারের মধ্য দিয়ে শেষ হবে বৈশাখীর ঈদের দিনের আয়োজন। নাটকটি প্রচার হবে ১১টা ৪০ মিনিটে।
এ নাটকে অভিনয় করেছেন এলেন শুভ্র, সারিকা, সুস্মিতা সিনহা, সুমন পাটোয়ারী, সিয়াম নাসির। নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন।
মাছরাঙা টেলিভিশনে ৬ নাটক
‘ঘ্রাণ' নাটক দিয়ে মাছরাঙা টেলিভিশনে শুরু হবে ঈদের নাটক প্রচার। ঈদের দিন বিকাল ৫টা ৫০ মিনিটে দেখা যাবে নাটকটি।
মাসরিকুল আলমের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহা।
ধারাবাহিক নাটক ‘শশুড়ের বিয়ে' দেখা যাবে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। রচনা করেছেন আল আমিন স্বপন, পরিচালনায় তাইফুর জাহান আশিক। নাটকে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, মিহি আহসান।
একক নাটক ‘মনে পড়ে তোমাকে' দেখা যাবে রাত ৮টায়। আহমেদ তাওকীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানিয়া বৃষ্টি।
একই দিন রাত ৯টা ১০ মিনিটে দেখা যাবে ধারাবাহিক নাটক ‘থ্রি ইডিয়টস'। এটি রচনা করেছেন অনামিকা মন্ডল এবং পরিচালনা করেছেন ইমরান হাওলাদার।
নাটকে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, সালহা নাদিয়া।
রাত ১০টা ২০ মিনিটে দেখা যাবে একক নাটক ‘আশিকি'। পারভেজ ইমামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন। অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, নাজনীন নিহা।
টেলিফিল্ম ‘হৃদয়ের কথা' দিয়ে শেষ হবে ঈদের দিনের মাছরাঙা টেলিভিশনের আয়োজন। এটি দেখা যাবে রাত সাড়ে ১১টায়।
এ নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী। রচনা ও পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম সুজন।
দীপ্ত টিভিতে নাটক ‘স্বামীর সুখ মনে মনে'
ঈদের দিন বিকাল ৪টায় দীপ্ত টিভিতে দেখা যাবে ওয়েব ফিল্ম ‘বিভাবরী'। টিটো রহমানের পরিচালনায় এতে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, ইরেশ যাকের, ফারিহা শামস সেওতি, রোজী সিদ্দিকী।
সন্ধ্যা ৭টায় দেখা যাবে বিশেষ একক নাটক ‘স্বামীর সুখ মনে মনে'। পরিচালনা করেছেন শামীম জামান। অভিনয় করেছেন মোশাররফ করিম, মীম চৌধুরী, শামীম জামান।
একক নাটক ‘বাবলার জাদুর বাক্স' দেখা যাবে রাত ৮টায়। নাটকটি পরিচালনা করেছেন মারুফ হোসেন সজীব। অভিনয় করেছেন খায়রুল বাসার, প্রিয়ন্তী উর্বী।
সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ওই পাড়া থেকে সাবধান' দেখা যাবে রাত ৯টা ৪০ মিনিটে। শামীম জামানের পরিচালনায় এতে অভিনয় করেছেন আ খ ম হাসান, আল মনসুর, চিত্রলেখা গুহ, আহসানুল হক মিনু, স্বাগতা, প্রাণ রায়।
একক নাটক ‘ভালোবাসি তোমায়' প্রচারের মধ্য দিয়ে শেষ হবে দীপ্ত টিভির ঈদের দিনের নাটক, যেটি দেখা যাবে রাত ১০টায়।
এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নীলাঞ্জনা নীলা। এটি পরিচালনা করেছেন এ বি শুভ।