Published : 27 Jun 2023, 06:53 PM
চারটি ভিন্ন গল্পে নির্মিত নেটফ্লিক্সের অ্যান্থোলজি সিনেমা ‘লাস্ট স্টোরিজ ২’; পরিচালকও চারজন, যাদের মধ্যে অন্যতম কঙ্কনা সেন শর্মা।
সম্প্রতি গুণী এই অভিনেত্রীকে সিনেমার গল্প নিয়ে খোলামেলা কথা বলতে দেখা গেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে কঙ্কনা বলেছেন, ‘লাস্ট স্টোরিজ ২’- পরিচালনার প্রস্তাব পাওয়ার পর প্রাথমিকভাবে দ্বিধায় ভুগেছেন তিনি। কারণ যৌনতাকে বরাবরই নিষিদ্ধ কিছু ভেবে এসেছেন তিনি।
“আমার কাছে যৌনতা সবসময়ই এমন একটা বিষয় যা নিষিদ্ধ। আর গল্পে সেই ভাবনাই তুলে আনার চেষ্টা করা হয়েছে, যে বিষয়টা লালসায় ভরপুর হবে, নিষিদ্ধ হবে অথচ তার মধ্যে একটা গভীর অনুরণন থাকবে।”
কঙ্কনার গল্পে মুখ্য দুটি চরিত্রে রয়েছেন তিলোত্তমা সোম ও অম্রুতা সুভাষ। অম্রুতা পরিচারিকার ভূমিকায় অভিনয় করেছেন আর তিলোত্তমা একটি ফ্ল্যাটের মালিক। পরিচারিকাকে অন্য পুরুষের সঙ্গে যৌনতায় লিপ্ত অবস্থায় দেখে ফেলে তিলোত্তমার চরিত্র। এ নিয়েই গল্প।
কঙ্কনা জানান, দুজন মানুষকে এভাবেই যৌনতায় লিপ্ত অবস্থায় দেখে ফেলেছিলেন তার এক বন্ধু। বন্ধুর কাছ থেকে সে কথা শুনেই এই গল্পের প্লট আসে তার মাথায়।
“এই গল্পটি থেকে আমাদের গল্প পুরোপুরিই আলাদা। গল্পগুলোতে আমরা ‘শ্রেণি বৈষম্য ও ইচ্ছার’ সংমিশ্রণ ঘটাতে চেয়েছি। যৌনতা আকর্ষণীয় তখনই যখন সেটির সাথে আবেগের মেলবন্ধন ঘটে। আমরা একজন নারীকে তার ইচ্ছার মালিক দেখাতে চেয়েছি। আমরা খুব কমই এমন দেখতে পাই। বিশেষ করে বয়স্ক নারীদের ক্ষেত্রে।”
পুরস্কৃত পরিচালক কঙ্কনা সেন শর্মা
কঙ্কনা এর আগে ‘ডেথ ইন দ্য গঞ্জ’ এর সাইকোলজিকাল থ্রিলার পরিচালনা করেছেন। সেই সিনেমারও অংশ ছিলেন তিলোত্তমা সোম।
‘লাস্ট স্টোরি ২’ বাকি তিনটি গল্প পরিচালনা করেছেন আর বাল্কি, সুজয় ঘোষ ও অমিত রবীন্দ্রনাথ শর্মা।
২৯ জুন নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘লাস্ট স্টোরিজ ২’।