Published : 12 Jun 2025, 01:13 PM
কোন ভাষা বা শব্দে বাবা হওয়ার আনন্দ প্রকাশ করা সম্ভব, সেটি খুঁজে পাচ্ছেন না ভারতের পশ্চিমবঙ্গে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
এই অভিনেতা বলেছেন, ‘তিনি অভিভূত’।
চলতি মাসের ১ তারিখে ছেলের বাবা হয়েছেন পরমব্রত।
পরমব্রত এবং তার স্ত্রী পিয়া চক্রবর্তী আগেই জানিয়েছিলেন, জুনের শুরুতে তাদের সংসারে নতুন অতিথি আসছে। এর মধ্যে পিতৃত্বকালীন ছুটিও নিয়েছেন পরমব্রত।
সেই ছুটি পরমব্রত কীভাবে কাজে লাগাচ্ছেন সে অভিজ্ঞতা তিনি ভাগ করে নিয়েছেন কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়ের’ সঙ্গে।
ছেলে রাত জাগছে বলে, বাবা-মাকেও সে সময় জেগে থাকতে হচ্ছে বলে জানিয়েছেন পরমব্রত।
তিনি বলেন, “প্রতিদিনই রাতে তিন-চারবার উঠতে হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে একটু ঘুমের সমস্যা হচ্ছে। তবে খুব স্বাভাবিক একটা ব্যাপার। এবং তার মধ্যেও একেবারেই অন্যরকম একটা অনুভূতি রয়েছে। বাবা-মা দু’জনে মিলেই ভাগ করে নেওয়া একটা সুন্দর মুহূর্ত। দিনভর তাকে নিয়েই সময় কেটে যাচ্ছে।“
পরমব্রত-পিয়ার সংসারে নতুন অতিথি
পিতৃত্বকালীন ছুটি নিয়ে পরমব্রত বলেন, “এ ভাবেই পুরো প্ল্যানটা করেছিলাম আমি। তাই খুব ভালো লাগছে। সন্তান বড় করা তো বাবা-মা উভয়েরই দায়িত্ব।“
পরমব্রতর কথায়, “বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন অনেককেই দেখেছি এত দিন। তাদের সন্তানদের জন্ম, চোখের সামনে বড় হওয়া, একসঙ্গে কত ভালো সময় কাটিয়েছি। তবে নিজের সন্তান বিষয়টা একেবারেই আলাদা। নতুন প্রাণের সৃষ্টির বিষয়ে এতদিন শুধু দেখেছি, শুনেছি। এখন বাস্তবে নিজের জীবনের এমন অপূর্ব একটা সময়। সত্যি বলতে, প্রকৃতির এই মহিমার কাছে আত্মসমর্পণ করতে ইচ্ছে করে।“
আপাতত জুলাই মাস পর্যন্ত ছুটিতে থাকছেন পরমব্রত। ওই সময় পর্যন্ত সব কাজ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
২০২৩ সালের ২৭ নভেম্বরে বিয়ে করেন পরমব্রত ও পিয়া।
এর আগে ২০২১ সালে ঘূর্ণিঝড় ইয়াসের পর ভারতের সুন্দরবন এলাকায় ত্রাণ দিতে গিয়ে পরমব্রত ও পিয়া কাছাকাছি আসেন। যদিও একে অপরকে তারা চিনতেন আগে থেকে।