Published : 04 Jun 2025, 03:14 PM
ঈদের তারকাবহুল সিনেমা ‘উৎসবের’ টিজার প্রকাশ্যে এসেছে। এক মিনিট ১১ সেকেন্ডের এই টিজারে অভিনয়শিল্পীদের দেখা গেছে নিজেদেরকে মিমিক্রি করতে।
সিনেমায় চঞ্চল চৌধুরী অভিনীত চরিত্রকে টিজারে বলতে দেখা গেছে, “আজকাল টিভি খুললেই চারদিকে শুধু চঞ্চল চৌধুরীকে দেখা যায়, সব জায়গায় এই লোকটা কমন।“
জয়া আহসানের চরিত্র বলে ওঠে "জয়ার কোনো গলা আছে? ও ডায়ালগ ডেলিভারি দিতে পারে?"
"কয়েক বছর অভিনয় করে নাই দেখে মানুষ কি চেহারা ভুলে গেল নাকি?", এই কথাগুলো অপি করিমের চরিত্রের।
সিনেমাটি নির্মাণ করেছেন তানিম নূর।
বিজ্ঞপ্তিতে তানিম নূর বলেন, "ঈদে আমরা সবাই মিলে যেন আনন্দ করতে পারি, সে জন্যই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। আর ঈদের আনন্দ তো শুধু নিজের জন্য নয়, এই আনন্দ ছড়িয়ে দেওয়ার বিষয় আমাদের সিনেমাতে তেমন বার্তাই রয়েছে।’
টিজারে একদম শেষে চঞ্চলের চরিত্রের কণ্ঠে শোনা যায়, "কী আশ্চর্য, লোকটা রেগে গেল কেন?" যা 'আজ রবিবার' নাটকের সংলাপ।
নির্মাতা জানিয়েছেন, এমন আরও কিছু সংলাপ সিনেমায় আছে, যা দর্শকদের নিয়ে যেতে পারে তার ফেলে আসা সময়ে।
সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান।
‘উৎসবের’ গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া।
চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান ও সামিউল। আলোকচিত্র পরিচালক হিসেবে কাজ করেছেন রাশেদ জামান।
ব্র্যাক ব্যাংক প্রেজেন্টস উৎসব প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন্স, সহপ্রযোজনায় আছে চরকি। সিনেমার সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে লাফিং এলিফ্যান্ট।
দেশের পাশাপাশি বিদেশেও সিনেমাটি মুক্তি পাবে। আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে আছে স্বপ্ন স্কোয়ারক্রো ও পথ প্রোডাকশনস।