Published : 16 Jun 2025, 03:29 PM
ঈদে মুক্তিপ্রাপ্ত সুপারস্টার শাকিব খানের 'তাণ্ডব' সিনেমা পাইরেসির কবলে পড়ায় আইনি পদক্ষেপ নিতে চলেছে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান।
‘তাণ্ডবের’ পরিচালক রায়হান রাফী এ তথ্য জানিয়ে বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ‘তাণ্ডবের’ পাইরেটেড কপি সরিয়ে নেওয়ার কাজও চলছে।
কোরবানির ঈদে মুক্তির এক সপ্তাহের মাথায় শুক্রবার রাত থেকে টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে দেখা যায় এই সিনেমার ঝকঝকে প্রিন্ট। এরপর ছড়িয়ে পড়ে ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে।
এ বিষয়ে রাফী গ্লিটজকে বলেন, “যারা পাইরেসি করেছে, তাদের কোনও ছাড় নেই। আমরা প্রশাসনে জানিয়েছি। আইনি পদক্ষেপ নিচ্ছি। তা ছাড়া আমাদের টেকনিক্যাল টিমও কাজ করছে। চেষ্টা করছি সব সাইট থেকে সিনেমাটি সরিয়ে ফেলার। এখন টেকনোলজি অনেক উন্নত, যে বা যারা কাজটা করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”
গত রোজার ঈদেও পাইরেসির কবলে পড়েছিল শাকিব খানের ‘বরবাদ’ সিনেমাটি।
সিনেমার প্রযোজক শাহরিন আক্তার 'বরবাদ' পাইরেসিতে কপিরাইট আইনে রাজধানীর গুলশান থানায় মামলা করেছিলেন। কিন্তু জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
এর আগে 'তুফান', 'সুড়ঙ্গ', 'দরদ', 'রাজকুমার', 'হাওয়া', 'হুব্বা' সিনেমাগুলোও পাইরেসি হয়েছিল।
ঈদে ১৩২ প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'তাণ্ডব' সিনেমাটি। রাফীর পরিচালনায় এই সিনেমায় শাকিব খানের সঙ্গে আছেন অভিনেত্রী জয়া আহসান। আরও অভিনয় করেছেন সাবিলা নূর।
আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, সিয়াম আহমেদ, আফরান নিশো, সালাহউদ্দিন লাভলু, মুকিত জাকারিয়া, সুব্রত, এফ এস নাঈম, আদনান আদিবসহ অনেকে।