Published : 24 May 2025, 09:52 PM
সম্পর্কের সমাপ্তি ঘটলেও ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে দুই প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর প্রতিযোগিতা যেন থেমে নেই।
অভিনয় জীবনের রজতজয়ন্তী উপলক্ষে শাকিব খান সম্প্রতি পেয়েছেন বিশেষ সম্মাননা। সেই সম্মাননা ঘিরে প্রশংসায় পঞ্চমুখ অপু ও বুবলী। ফেইসবুকে তারা জানিয়েছেন উষ্ণ শুভেচ্ছা।
মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরে অভিনয় জীবনের রজতজয়ন্তী ও বছরের সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে বিশেষ সম্মাননা ও পুরস্কার পেয়েছেন শাকিব খান।
ফেইসবুকে তাকে প্রথম শুভেচ্ছা জানিয়ে শবনম বুবলী লিখেছেন, "আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী, মেগাস্টার, ওয়ান অ্যান্ড ওনলি শাকিব খান। বাংলা চলচ্চিত্রে ২৫ বছর ধরে যিনি অবদান রেখেছেন। মেরিল প্রথম আলো পুরস্কার থেকে বিশেষ সম্মাননা পাওয়ায় অনেক বেশি অভিনন্দন।"
বুবলীর পোস্টের ঘণ্টা কয়েক পর শাকিবের সম্মাননা গ্রহণের একটি ছবি শেয়ার করেন অপু বিশ্বাস। ক্যাপশনে লেখেন, "অভিনন্দন, মাই কিং—শাকিব খান।"
তবে অপুর ওই পোস্টে মন্তব্যের ঘরে অনেকে রসিকতাও করেছেন।
এস আই বিশাল নামের একজন লিখেছেন, “শাকিব শুধু আপনার একারই রাজা নয়, তিনি বুবলীরও রাজা।”
আরেকজন প্রশ্ন রেখেছেন, “তিনি কি এখনও আপনার রাজা? সিরিয়াসলি?”
ত্রিভুজ সম্পর্কের টানাপড়েনের মধ্যে অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্ব অনেকদিন ধরেই শোবিজ পাড়ায় আলোচনার খোরাক যুগিয়েছে। প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে দুই নায়িকার দ্বন্দ্ব উঠে আসে ফেইসবুকের পাতায়।
২০০৬ সালে এফ আই মানিকের ‘কোটি টাকার কাবিন’ চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই বগুড়ার মেয়ে অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের জুটি গড়ে ওঠে।
২০০৮ সালে সোহানুর রহমান সোহানের ‘কথা দাও সাথী হবে’ চলচ্চিত্রের শুটিং শেষে অপুকে বিয়ের প্রস্তাব দেন শাকিব। ওই বছরের ১৮ এপ্রিল এক প্রযোজকের উপস্থিতিতে বিয়ে হয় তাদের।
বিয়ের পর তারা টানা আট বছর সংসার করেছেন গোপনে। ২০১৭ সালের ১০ এপ্রিল অপু সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসেন এবং বিয়ের খবর জানান।
বিয়ের পর অবন্তী বিশ্বাস অপু থেকে ধর্মান্তরিত হয়ে অপু ইসলাম খান নাম নেওয়া এই চিত্রনায়িকা বলেছিলেন, শাকিবের কারণেই বিয়ে ও সন্তান হওয়ার খবর চেপে রেখেছিলেন তিনি।
পরে শাকিবও সেই বিয়ের কথা স্বীকার করে বলেছিলেন, ২০০৮ সালে তাদের বিয়ে হয়।
তখন গুঞ্জন ছিল, শাকিব ‘অন্য সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ায়’ বিয়ে-সন্তানের খবর ফাঁস করেন অপু।
এমন নানা আলোচনার মধ্যে ৯ মাসের মাথায় বিচ্ছেদ ঘটে অপু ও শাকিবের। তখন থেকেই গুঞ্জন শোনা যায়, বুবলীর প্রেমে মজেছেন শাকিব।
তার কয়েক বছর পর বুবলীও হঠাৎ ফেইসবুক পোস্টে এসে খবর দেন, তিনি শাকিবের সন্তানের মা। তাদের বিয়ে হয়েছে ২০১৮ সালের ২০ জুলাই, আর ২০২০ সালের ২১ মার্চ তাদের সন্তান আসে পৃথিবীর আলোয়।
এবারও শাকিব অস্বীকার করেননি। তবে এবারও আগের মতই ঘটনা ঘটে। শাকিব জানান, বুবলীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তবে বুবলী বলছেন, তাদের বিচ্ছেদ হয়নি।