Published : 14 Jun 2025, 10:34 AM
নাটকের অভিনেতা ফারহান আহমেদ জোভান সুপারস্টার শাকিব খানের সঙ্গে তার তোলা একটি ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে আলোচনা তৈরি করেছেন।
ছবি নিয়ে নানা ধরনের কৌতুহল তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন আগামীতে শাকিবের সঙ্গে আগামী কোনো সিনেমায় জোভানকে দেখা যেতে পারে।
ফেইসবুকে ছবি পোস্ট করে জোভান লিখেছেন, “যে মানুষটি প্রচণ্ড পরিশ্রম করে আমার মত লাখ লাখ মানুষকে তার ভক্ত বানিয়েছেন।”
পরে এক ভিডিওকে জোভানকে বলে শোনা যায়, একটি আয়োজনে হঠাৎ করেই শাকিবের দেখা পান তিনি। সেখানে সিয়াম আহমেদ, শরীফুল রাজ, তৌসিফ, মোস্তফা কামাল রাজ ভাইসহ আরো অনেকেই ছিলেন।
নায়কের দেখা পাওয়ার পর জোভানের মনে হয়েছে, একটি ছবি তুলে রাখা যেতে পারি। সেজন্যই মুহূর্তটা ফ্রেমবন্দি করে রাখা হয়েছে বলে জানিয়েছেন জোভান।
কোরবানির ঈদে জোভান অভিনীত নাটক ‘আশিকি’ দারুণ সাড়া তুলেছে। এই নাটকের ভিউ কোটি ছাড়িয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
মাছরাঙা টেলিভিশনে প্রচারের পর ঈদের পরদিন সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি এসেছে।