Published : 15 Jun 2025, 10:16 AM
চিত্রনাট্য পড়ে পছন্দ হল না অথবা কাজের শিডিউল মিলছে না-এসব কারণে সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ঘটনা অভিনেতা অভিনেত্রীদের জন্য অত্যন্ত সাধারণ ব্যাপার। তেমন একটি ঘটনা ঘটেছিল হিন্দি সিনেমার অভিনেত্রী কাজলের সঙ্গে।
তবে কাজল এমন একটি সিনেমার প্রস্তাব ফিরিয়েছিলেন, যা কেবল মুক্তির পর ভারত এবং দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও কেবল সাড়াই তোলেনি, সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ নিয়েও প্রত্যাশা আছে দর্শকদের মধ্যে। সেই সিনেমাটি হল ‘থ্রি ইডিয়টস’।
পিংকভিলাকে দেওয়া সাক্ষাৎকারে কাজল বলেছেন, ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় পিয়া চরিত্রটি করার জন্য তার কাছে প্রস্তাব গিয়েছিল। তবে চিত্রনাট্য পড়ে তার মনে হয়েছিল, তিনি সিনেমাটির জন্য উপযুক্ত নন।
তাই দারুণ জনপ্রিয় সিনেমাটির সঙ্গী তিনি হতে পারেননি বলে জানিয়েছেন কাজল।
কাজল বলেন, “আমার যখন মনে হয় আমি কোনো কিছুর জন্য উপযুক্ত নই তখন আমি না বলার আগে দ্বিতীয়বার ভাবি না।”
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’ বক্স অফিসে কেবল তুমুল ব্যবসাই করেনি, তরুণদের কাছেও তৈরি করেছিল বন্ধুত্বের নতুন সংজ্ঞা। রাজকুমার হিরানি পরিচালিত ওই সিনেমার তিন বন্ধু রাঞ্ছোড় দাস, ফারহান কুরেশি ও রাজু রাস্তোগির চরিত্রে অভিনয় করেন আমির খান, মাধবান আর শারমান যোশি। আর কারিনা কাপুর হয়েছিলেন মেডিকেল কলেজের ছাত্রী পিয়া।
করিনা কাপুর খানের নাম না করেই কাজল বলেন, “সিনেমাটি ছেড়ে দেওয়ায় আমার কোনো আফসোস হয়নি। আমার মনে হয় যার জন্য যেটা লেখা হয়, সেটা ঠিক সে পেয়ে যায়। তবে এইসব নিয়ে আমি ভাবি না। এই সিনেমা না করেও আমি অন্য অনেক কাজ করেছি।”
মুক্তির দেড় দশক পেরিয়েও তাই ‘থ্রি ইডিয়টস’ নিয়ে কথা হয়। কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল, ‘থ্রি ইডিয়টস’ এর সিক্যুয়েল আসছে। কিন্তু এ নিয়ে হিরানি বরাবরের মতই চুপচাপ আছেন।
এর মধ্যে কাজলের নতুন সিনেমা 'মা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। মেয়েকে কালো জাদুর হাত থেকে বাঁচানোর জন্য একজন মা ঠিক কী কী করতে পারেন, সেটাই দেখানো হয়েছে এই সিনেমায়। অজয় দেবগন প্রযোজিত এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে আগামী ২৭ জুন।