Published : 12 Jun 2025, 07:21 PM
রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা হলে চলছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ঈদের সিনেমা ‘তাণ্ডব’। তবে প্রেক্ষাগৃহের ভেতরে শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা কাজ না করায় তীব্র গরমে সিনেমা দেখতে বসে নাজেহাল হয়েছেন বলে জানিয়েছেন অনেক দর্শক।
পাশাপাশি টিকেট কালোবাজারির অভিযোগ তুলে ক্ষোভ ঝেরেছেন অনেকে।
দর্শকরা বলছেন, হলের এসি একেবারেই কাজ করেনি, আর ছাদে ঘুরতে থাকা ফ্যানগুলোর বাতাস যেন গায়ে লাগেই না।
তার ওপর তিনগুণ বেশি দাম দিয়ে টিকেট কিনতে হয়েছে তাদের, যা ক্ষোভ আরও বাড়িয়েছে।
ঈদের দিন থেকেই মধুমিতা সিনেমা হলের সামনে দর্শকের উপচে পড়া ভিড় দেখা গেছে।
মধুমিতায় তিন ক্যাটাগরিতে টিকেট পাওয়া যাচ্ছে। এর মধ্যে মিডল স্টল ১০০ টাকা, রিয়ার স্টল ২০০ টাকা এবং ডিসি স্টল ৩০০ টাকা। কিন্তু কালোবাজারি থেকে মানুষ ৩৫০, ৪০০, এমনকি ৫০০ টাকায়ও টিকেট কিনেছেন বলে জানিয়েছেন অনেক দর্শক।
রামপুরা থেকে ৮ জন বন্ধুর সাথে মধুমিতায় সিনেমা দেখতে যাওয়া শাহরিদ ফেরদৌস অনন বলেন,"আমরা এর আগেও ১০০ টাকা দিয়ে মধুমিতায় সিনেমা দেখেছি, সেই চিন্তা করেই এখানে আসা। তবে আজকে ৩৫০ টাকা করে কালোবাজারি থেকে টিকেট নিতে হল।
“পরিকল্পনা করে এসেছি, এরপর অফিস চালু হয়ে গেলে সবার একসঙ্গে হওয়া হবে না। তাই ফিরে যেতে চাইনি। কিন্তু ভেতরে ঢুকে দেখি গরমে ঘেমে একেবারে নাজেহাল দশা।"
মিরপুর ১০ থেকে মতিঝিলে পরিবার নিয়ে সিনেমা দেখতে আসেন সেলিম হোসেন।
তিনি বলেন, “বাসার পাশে স্টার সিনেপ্লেক্সের শাখা ছিল, কিন্তু সেখানে টিকেট পাইনি। তাই এখানে চলে আসলাম, কিন্তু ভিতরে গরমে আমার বাচ্চাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এসি চলে না, ফ্যান ঘোরে কিন্তু তার বাতাস গায়ে লাগে না। অথচ আমাদের কাছ থেকে তো ৩০০ টাকা করে টিকেটের দাম রাখা হয়েছে।
“আমাদের সঙ্গে এটা এক ধরনের প্রতারণা। ঈদের সময় পরিবার নিয়ে সিনেমা দেখতে এসে যদি গরমে অসুস্থ হয়ে যেতে হয় তাহলে সিনেমা না দেখাই ভালো।”
সাইনবোর্ড থেকে সিনেমা দেখতে মধুমিতায় আসা রানা বলেন, "এসি চলে না, টিকেট নিলাম ৪০০ করে। তারা কিন্তু বলে নাই ভাই ভিতরে এসি চালাব না, বা নষ্ট। আপনারা বাড়ি থেকে ঘাম মুছার জন্য টিস্যু নিয়ে আইসেন। হুড়মোড় করে টিকেট বিক্রি করছে, কাউন্টার পর্যন্ত যাইতে পারি নাই। সিনেমা দেখতে আসছি আর টাকার মায়া করে হল থেকে বের হতে পারি নাই।"
এসব অভিযোগ নিয়ে প্রেক্ষাগৃহের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ গ্লিটজকে বলেছেন ঈদের দিন থেকে হলের ভেতরে শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা কাজ করছে না। তারা মেরামতের চেষ্টা করছেন।
“যেহেতু এত বড় এসি খুলে নিয়ে যাওয়া যায় না, আর কারিগর পাওয়া যাচ্ছে না। ঈদের ছুটিতে সবাই, মানুষ পাচ্ছি না। তবে আমরা খুব শিগগিরই ঠিক করার চেষ্টা করছি। নতুন কোনো এসি সংযোজন করা যায় কি না, সেটাও চেষ্টা করছি।”
হলের আধুনিকায়নে কাজ চলছে জানিয়ে নওশাদ বলেন, "আমরা আমাদের সাউন্ড সিস্টেম আরও আধুনিক করেছি। হলের বেশ কিছু কাজ করা হয়েছে, এসি ঠিক করা হলে দর্শক আরও বাড়বে সেটা আমরাও বুঝতে পারছি।"
টিকেট কালোবাজারির অভিযোগ অস্বীকার করেছেন নওশাদ।
তিনি বলেন, “আমরা কেন ব্ল্যাকে টিকেট বিক্রি করব। ঈদের জন্য ৫০ টাকা করে টিকেটের দাম বাড়ানো হয়েছে, সেটাও কাউন্টারে লেখা রয়েছে। আর বাইরে কেউ ব্ল্যাকে করলে সেটা তো আমি আটকাতে পারব না। আমাদের সামনে ব্ল্যাকে টিকিট বিক্রির সুযোগ নেই।”
রায়হান রাফীর পরিচালনায় 'তাণ্ডব' সিনেমায় শাকিবের সঙ্গে আছেন অভিনেত্রী জয়া আহসান। আরও অভিনয় করেছেন সাবিলা নূর। এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে এই অভিনেত্রীর।
সিনেমায় বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকি, এজাজুল ইসলাম, আফজাল হোসেন, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, শহিদুজ্জামান সেলিম, মুকিত জাকারিয়া, সুব্রত, এফ এস নাঈম, আদনান আদিবসহ অনেকে।
আরও পড়ুন