Published : 21 May 2025, 02:08 PM
কারাগার থেকে জামিনে মুক্তির পর ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়া তার গ্রেপ্তারের ঘটনা নিয়ে বলেছেন, তিনি তার জীবনের সব চাইতে ‘মুমূর্ষু সময় পার করেছেন’।
ফেইসবুকে দেওয়া এক পোস্টে গ্রেপ্তার, মামলা, জামিন নিয়ে নিজের মানসিক অবস্থার কথা সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা এই নায়িকা।
ফারিয়া লিখেছেন, “জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই।"
হত্যাচেষ্টা মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার পরপর মুক্তি পান ফারিয়া।
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে হত্যাচেষ্টার অভিযোগে কারাগারে পাঠানোর এক দিনের মাথায় নানামুখী আলোচনা-সমালোচনার মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান ফারিয়ার জামিনের আদেশ দেন সকালে।
ফারিয়া গ্রেপ্তার হওয়ার পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনার জন্ম দেয়। অনেকেই বলতে শুরু করেন, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করার কারণেই গ্রেপ্তার করা হয়েছে এই অভিনেত্রীকে। হত্যাচেষ্টার মামলা দিয়ে তাকে ‘অন্যায়ভাবে হেনস্তা করা হচ্ছে’ বলেও অনেকে অভিযোগ করেন। যে আলোচনায় যোগ দিতে দেখা গেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরও।
এই বিষয়ে কৃতজ্ঞতা জানিয়ে ফারিয়া লিখেছেন, “আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না।“
সংবাদমাধ্যম কর্মীদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন ফারিয়া।
তার কথায়, “বিশেষ ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদেরকে, তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।"
থাইল্যান্ডে যাওয়ার জন্য রোববার সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটকে দেয়। পরে তাকে ভাটারা থানার এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এনামুল হক নামের এক ব্যক্তি গত মার্চ মাসে নায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, নায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীসহ ২৮৩ জনের নামে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে ভাটারা থানা গত ২৯ এপ্রিল তা এজাহার হিসেবে লিপিবদ্ধ করে।
মামলার বিবরণ অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এসময় গুলি চালানো হলে তা এনামুলের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন।
তবে মামলার শুনানিতে আইনজীবী ফারহান মোহাম্মদ আরাভ শুনানিতে বলেন, যে সময় মামলার বাদী গুলিতে আহত হয়েছেন, নুসরাত ফারিয়া তখন দেশেই ছিলেন না।
আরও পড়ুন-
কারাগার থেকে জামিনে মুক্ত নুসরাত ফারিয়া
জামিন পেলেন নুসরাত ফারিয়া, মঙ্গলবারই মুক্তির আশা আইনজীবীর
যেতে দিলে তো বলতেন ছেড়ে দিলাম কেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
নুসরাত ফারিয়ার গ্রেপ্তার 'বিব্রতকর': ফারুকী
নায়িকা নুসরাত কারাগারে, জামিন শুনানি ২২ মে
আদালতে নুসরাত, কারাগারে আটক রাখার আবেদন