Published : 31 Oct 2024, 02:13 PM
ভূতের উৎসব হ্যালোইন উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পাচ্ছে ভৌতিক গল্পের সিনেমা 'বিভাবরী'।
বৃহস্পতিবার সিনেমাটি দেখা যাবে বলে জানিয়েছেন এর পরিচালক টিটো রহমান।
তিনি গ্লিটজকে বলেন, "নাম্বার অফ দ্যা বিস্ট বা শয়তানের নম্বর হিসেবে প্রচলিত একটা শব্দ আছে ৬৬৬, আমরা যেহেতু হ্যালোইনকে কেন্দ্র করে সিনেমাটি মুক্তি দিচ্ছি তাই সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৬ সেকেন্ডে 'বিভাবরী' মুক্তি দেওয়া হবে।"
বিদেশে হ্যালোইন উৎসবে হরর সিনেমা দেখার চল আজকের নয়। কিন্তু এই ধারায় বাংলাদেশ খুব একটা নেই।
বিদেশি এই চলটি নিয়ে পরিচালক টিটো বলেন, “"আমাদের দেশে হ্যালোইন খুব বড় করে উদযাপন করা হয় না। এই সিনেমাটি যেহেতু প্যারানরমাল অ্যাক্টিভিটি নিয়ে, তাই এই দিনটিকেই চূড়ান্ত করা হয়েছে।“
ভূতের সিনেমা তৈরিতে কোন ধরনের চ্যালেঞ্জ এসেছে জানতে চাইলে তিনি বলেন, “দেশে নিখাদ ভূতের গল্প নিয়ে কাজ করা খুব কঠিন, বাইরের দেশগুলোতে ভূতের আবহ তৈরি নিয়ে যেসব চর্চা, টেকনোলজি ব্যবহার করা হয়, আমাদের সেসব নেই। তবে চেষ্টা ছিল ভূত নিয়ে সিরিয়াস ধরনের কিছু নির্মাণ করা।"
ভৌতিক গল্পের সিনেমা যারা পছন্দ করেন তাদের জন্যই ‘বিভাবরী’ জানিয়ে টিটো বলেন, "হরর সিনেমা দেখার একটি নির্দিষ্ট দর্শক থাকে যারা এই ভয় ফিল করতে পছন্দ করে, এই ধরনের সিনেমা খুঁজে তাদের সিনেমাটি ভালো লাগবে।"
বিজ্ঞাপন দিয়ে পরিচিতি পাওয়া টিটো এবারই প্রথম কাজ করছেন ওটিটির জন্য। অনীশ দাসের গল্পে এই সিনেমায় অভিনয় করেছেন সাদিয়া আয়মান। আরও আছেন ইরেশ যাকের।
সিনেমায় ইরেশকে ভিন্নভাবে দেখা যাবে বলে জানিয়েছেন নির্মাতা।
‘বিভাবরী’র গল্পে দেখা যাবে, নিম্নবিত্ত ঘরের মেয়ে নীতু ডে কেয়ার সেন্টারে বেবিসিটারেরর কাজ করেন। ঢাকায় মেয়েটি থাকেন একটি হোস্টেলে। কাজের জায়গা থেকে হোস্টেলে ফেরার পথে মেয়েটি মাঝেমধ্যেই অদ্ভুত শব্দ শুনতে পায়।
নীতুর ধারণা তাকে অনুসরণ করা হয়। একদিন কাজের জন্য শহর থেকে দূরে যেতে হয় নীতুকে, আর ঘটতে থাকে অস্বাভাবিক সব নানা ঘটনা।
নীতুর সঙ্গে ঘটে যাওয়া ওই সব ঘটনা নিয়ে ওয়েব সিনেমাটি তৈরি করেছেন রহমান।