Published : 22 Sep 2024, 06:56 PM
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. মাহবুবুল আলম।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী মো. মাহবুবুল আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বিটিভির মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে।
ক্ষমতার পালাবদলের হাওয়ায় বিটিভির মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলমকে সরিয়ে দেওয়া হয় গত ১৯ অগাস্ট।
আলাদা প্রজ্ঞাপনে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক (ইডি) পদে মো. লতিফুল ইসলামকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য পদ নিতে অপারগতা জানিয়েছেন অধ্যাপক আবদুল হাই শিকদার।
রোববার সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের কাছে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন তিনি।
চিঠিতে হাই শিকদার বলেন, “১৯ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে আমাকে কবি নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য করা হয়েছে। এ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। আমার সাথে কেউ যোগাযোগও করেনি; এমনকি আমার সম্মতিও কেউ নেয়নি।
“এমতাবস্থায় আমি সদস্যপদ গ্রহণ করতে অপারগ। আমাকে সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ করছি।”