Published : 07 Jun 2025, 10:27 AM
কোরবানির ঈদ ঘিরে এবারও মুক্তির তালিকায় যুক্ত হয়েছে ছয়টি সিনেমা।
শাকিব খান থেকে শুরু করে আরিফিন শুভ, জয়া আহসান, তাসনিয়া ফারিণ, শরিফুল রাজ, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, জাহিদ হাসান, অপি করিম, আফসানা মিমি, পূজা চেরী, আজমেরী হক বাঁধনসহ একাধিক তারকার সিনেমা রয়েছে এর মধ্যে।
তবে দেশের প্রায় সব প্রেক্ষাগৃহের দখলে নিয়েছে শাকিব খানের 'তাণ্ডব'। বাকি পাঁচ সিনেমা কেবল মাল্টিপ্লেক্সে সীমাবদ্ধ।
গত রোজার ঈদে দেশে চালু প্রেক্ষাগৃহের সংখ্যা ছিল ১৪১টি। এবারের সংখ্যাটি তেমনই হবে বলে চলচ্চিত্র প্রদর্শক সমিতির ধারণা।
ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে 'তাণ্ডব' ছাড়াও রয়েছে 'উৎসব', 'নীলচক্র: ব্লু গ্যাং', 'ইনসাফ', 'টগর', 'এশা মার্ডার: কর্মফল'। এর মধ্যে জয়া আহসান অভিনয় করেছেন দুটি সিনেমায়।
সর্বোচ্চ প্রেক্ষাগৃহে শাকিব ও জয়ার 'তাণ্ডব'
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা বরাবরের মত এবারও মুক্তি পাচ্ছে সর্বাধিক প্রেক্ষাগৃহে। রায়হান রাফীর পরিচালনায় 'তাণ্ডব' সিনেমায় শাকিবের সঙ্গে আছেন অভিনেত্রী জয়া আহসান। মূল ভূমিকায় আরও অভিনয় করেছেন সাবিলা নূর। এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর।
এই সিনেমা দিয়ে এক যুগ পর আবারও একসঙ্গে সিনেমায় কাজ করছেন শাকিব খান-জয়া আহসান।
এ নিয়ে জয়া বলেন, “১২ বছর পরের কাজ কেমন হয়েছে, তা দেখতে আর অল্প সময় অপেক্ষা করতে হবে।"
সিনেমাটি নিয়ে রাফী বলেছেন, ‘তাণ্ডব’-এ তিনি এমন কিছু করতে চেয়েছেন যা বাংলাদেশের সিনেমায় আগে কেউ করেনি।
“দর্শকদের ভালো কিছু দেওয়ার প্রত্যয় সবসময় থাকে। এবারও দর্শকরা সেই নতুন কিছু পাবেন।”
তাণ্ডব সিনেমার পরিবেশক মো.শহিদুল মিয়া শুক্রবার গ্লিটজকে বলেন, "এখন পর্যন্ত ১৩২ হল বুকিং হয়েছে, এটা আরও বাড়তে পারে।"
প্রচারের মধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার পোস্টার, টাইটেল সং এবং আরও একটি গান।
সিনেমায় আরও অভিনয় করেছেন রোজী সিদ্দিকি ও এজাজুল ইসলাম, আফজাল হোসেন, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, মুকিত জাকারিয়া, সুব্রত, আদনান আদিব।
‘তাণ্ডব’ প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ-প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত টিভি।
শুধুমাত্র মাল্টিপ্লেক্সে দেখা যাবে 'নীলচক্র'
অভিনেতা আরেফিন শুভর সিনেমা ‘নীলচক্র: ব্লু গ্যাং’ মুক্তি পাচ্ছে শুধুমাত্র দেশের মাল্টিপ্লেক্সে।
অল্প বয়সীদের সোশাল মিডিয়া ব্যবহারের আসক্তি থেকে বিপদে জড়িয়ে পড়ার গল্প নিয়ে সিনেমাটি তৈরি করেছেন পরিচালক মিঠু খান।
সিনেমায় তদন্ত কর্মকর্তা হয়ে আসছেন শুভ; তার সঙ্গে জুটি বেঁধেছেন মন্দিরা চক্রবর্তী।
প্রচারে কিছুটা এগিয়ে রয়েছে সিনেমাটি। এরইমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমার পোস্টার, টিজার, ট্রেইলার ও গান।
তবে প্রথম সপ্তাহে সিনেমাটি শুধু মাল্টিপ্লেক্সেই মুক্তি পাচ্ছে। এ সিদ্ধান্তের পেছনে কারণ জানিয়ে পরিচালক বলেন, “সব শ্রেণির দর্শকের জন্যই আমার সিনেমা, তবে সিনেপ্লেক্সে যেই স্ট্যান্ডার্ড মেইনটেইন করা হয়, সেটা মাথায় রেখেই টার্গেট করেছি। সিঙ্গেল স্ক্রিনের হলগুলোর অবস্থাও খুব ভালো নয়। এছাড়া পাইরেসির ভয়ও রয়েছে। তাই ধীরে ধীরে এগোতেই এই পরিকল্পনা।”
সেক্ষেত্রে লগ্নি ফেরত নিয়ে কোনো শঙ্কা আছে কী না প্রশ্নে মিঠু বলেন, "যদি দর্শক সিনেমাটি গ্রহণ করে তবে শুধু সিনেপ্লেক্স থেকেই তা তোলা সম্ভব। তারপর আমাদের আন্তর্জাতিক মুক্তি রয়েছে। আরও অনেক মাধ্যম আছে সিনেমা বিক্রি করার। সিনেমাটি পৃথিবীর কোণায় কোণায় পৌঁছে দেওয়ার চেষ্টা আমার আছে। আশা করছি খুব স্বাভাবিক ভাবেই লগ্নিটা উঠে যাবে।"
সিনেমার চিত্রনাট্য নিয়ে নির্মাতার ভাষ্য, একটি বখে যাওয়া প্রজন্ম, যারা সোশাল মিডিয়ার আসক্তিতে ডুবে যায় এবং কীভাবে তারা বিপদের মুখে পড়ে, সেটা তাদের পরিবারের উপর কী ভয়াবহ প্রভাব ফেলে সেই গল্প নিয়েই ‘নীলচক্র’ সিনেমায়।
পাশাপাশি এই পতনের পিছনে কাজ করা একটি অদৃশ্য চক্রের কথাও উঠে এসেছে। যার জন্য নাম দেওয়া হয়েছে ‘নীলচক্র: ব্লু গ্যাং’।"
সিনেমায় আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী বালাম। অভিনয়ের পাশাপাশি ‘নীলচক্র’ সিনেমায় একটি গানও গেয়েছেন তিনি।
আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, পারভীন পারু, আয়মান শিমলা, ডলার।
মিঠু খানের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন নাজিম উদ দৌলা।
সীমিত প্রেক্ষাগৃহে 'উৎসব'
একগুচ্ছ তারকাকে একসঙ্গে দেখা যাবে 'উৎসব' সিনেমায়। তানিম নূরের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান।
নব্বই দশকের ফেলে আসা পারিবারিক নাটক-সিনেমার স্মৃতিকে ঘিরেই দেখা যাবে এই সিনেমাটি।
সিনেমার ট্যাগলাইনেও ব্যবহার করা হয়েছে, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ—পরিবার ছাড়া দেখা নিষেধ।’
পোস্টারের পাশাপাশি প্রকাশ্যে এসেছে সিনেমার টিজার ও গান ও ট্রেইলার। টিজার ও গানে তারকাদের নিজেদের অতীত সময়ে ফিরে যেতে দেখা গেছে।
ঈদে তানিম নূরের প্রথম সিনেমা এটি। গ্লিটজকে তিনি বলেন, "প্রথম সিনেমা হিসেবে প্রস্তুতি চলছে, যেহেতু প্রমোশন, ডিস্ট্রিবিউশন সব কিছুতেই আমরা নবীন। আমরা চেষ্টা করছি প্রচারণা চালানোর। ঈদে আমরা সবাই মিলে যেন আনন্দ করতে পারি, সেজন্যই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। দর্শকের সিনেমাটি ভালো লাগবে।"
মাত্র তিনটি প্রেক্ষাগৃহে দেখা যাবে 'উৎসব'।
সিনেমার নির্বাহী প্রযোজক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় গ্লিটজকে বলেন, "প্রথম সপ্তাহে স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখা, যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমাসে 'উৎসব' রিলিজ পাবে। কোনো সিঙ্গেল স্ক্রিনে এখন রিলিজ হচ্ছে না।"
রাজ -ফারিণদের সিনেমা দশ প্রেক্ষাগৃহে
অ্যাকশন থ্রিলার গল্পে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেছেন শরীফুল রাজ, তাসনিয়া ফারিণ ও মোশাররফ করিম।
পরিচালক সঞ্জয় সমাদ্দারের এই সিনেমাটি ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।
সিনেমাটি নিয়ে প্রত্যাশা কেমন প্রশ্নে পরিচালক বলেছেন, “আমাদের সিনেমার যে স্টোরি লাইন সেটা একটা সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি। বাংলাদেশ সমাজের এমন কিছু দিক আমরা তুলে ধরেছি যেটা এখনকার সময় উপযোগী ও দর্শক খুব সহজেই নিজের সাথে কানেক্ট করতে পারবেন। আশা করছি গল্পটা ধীরে ধীরে ছড়িয়ে পড়বে।"
'ইনসাফের’ গল্প ও চিত্রনাট্য লিখছেন নাজিম উদ দৌলা; তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস প্রযোজনার দায়িত্ব নিয়েছে।
ঢাকা, গাজীপুর, শ্রীমঙ্গল, কবিরপুরসহ দেশের বিভিন্ন লোকেশনে হয়েছে সিনেমার শুটিং।
বাংলাদেশে প্রথম হলেও ‘ইনসাফ’ সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা। তিন বছর আগে এই নির্মাতা কলকাতার জনপ্রিয় নায়ক জিৎকে নিয়ে 'মানুষ' নামের সিনেমা বানিয়ে বড়পর্দার পরিচালক হিসেবে নাম লেখান।
ঈদে প্রথমবার বাঁধন
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটি দেখা যাবে দেশের দুইটি মাল্টিপ্লেক্সে। সেটি হল যমুনা ব্লকবাস্টার ও লায়ন সিনেমাস।
সানী সানোয়ারের পরিচালনায় এই সিনেমায় অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমা দিয়ে প্রথমবারের মত ঈদে মুক্তি পাচ্ছে এই অভিনেত্রীর সিনেমা।
সিনেমাটি নিয়ে প্রত্যাশা প্রকাশ করে বাঁধন বলেন, "বাংলাদেশের মূলধারার চলচ্চিত্রে নারীপ্রধান চরিত্র কম হয়, এই সিনেমায় একজন নারীর এ রকম শক্তিশালী উপস্থিতির পরিকল্পনা আমাকে মুগ্ধ করেছে।
"নির্মাণ ও গল্পের শৈল্পিক দিক থেকে সিনেমাটিকে একটি বিশেষ অবস্থানে নিয়ে যাবে বলে আমি আশা করি। দর্শকরাও একটু ভিন্ন গল্পের সিনেমা পাবে। আশা করছি এই সিনেমার গ্রহণযোগ্যতা বাড়বে।”
সিনেমায় দেখা যাবে শহরে পরপর তিন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়, আর সেই ঘটনা তদন্তে নামেন এক নারী পুলিশ কর্মকর্তা। এই পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন বাঁধন।
‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায় আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, শরীফ সিরাজ, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, নিবির আদনান, হাসনাত রিপন, সরকার রওনক রিপন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, ইশিকা সাকিন এবং সৈয়দ এজাজ আহমেদ।
এই সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে মিশা সওদাগর ও সুমিত সেন গুপ্তকে।
আদর ও পূজার ‘টগর’ দেখা যাবে আজাদ ও সঙ্গীতা সিনেমা হলে
আলোক হাসানের নির্মাণে ঈদে জুটি বেঁধে আসছেন আদর আজাদ ও পূজা চেরি। সিনেমার নাম ‘টগর’।
সমাজ, পরিবার এবং ভালোবাসার টানাপড়েন তুলে ধরা হয়েছে এই সিনেমায়। পোস্টার ও টিজারের পাশাপাশি সিনেমার ‘হান্ড্রেড পার্সেন্ট দেশি’ এবং 'ও সুন্দরী' শিরোনামের দুটি গান প্রকাশ্যে এসেছে।
‘টগর’ সিনেমায় আদর ও পূজা ছাড়া আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, যোজন, এল আর খান সীমান্ত, শরিফুল।
সিনেমাটি প্রযোজনা ও পরিবেশনা করেছেন এআর মুভি নেটওয়ার্ক।
সিনেমার হল নিয়ে প্রযোজক রণক ইকরাম গ্লিটজকে বলেছেন, "এখন পর্যন্ত সিনেপ্লেক্সগুলো চূড়ান্ত করেছি। আর ঢাকায় সিঙ্গেল স্ক্রিন আজাদ সিনেমা হলে দেখা যাবে। ঢাকার বাইরে খুলনার সঙ্গীতা হলে মুক্তি দেওয়া হবে।"
এদিকে এক সিনেমার দখলে বেশিরভাগ হল, বাকি সিনেমার হল কম–এই প্রবণতাকে 'অশনিসংকেত' হিসেবে দেখছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির দায়িত্বশীলরা।
সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, “শাকিব খানের যেহেতু দর্শকশ্রেণি বেশি, উনার বিপরীতে অন্য অভিনয়শিল্পীর হল সংখ্যা কমে যায়। এটি প্রতিবছরের ঘটনা। এটা কিন্তু হল মালিকদের জন্য অশনি সংকেত। কারণ ঈদের দুই মাসই তারা ব্যবসা করতে পারবে, বাকি সময় হল ফাঁকা থাকে, দর্শক হয় না।
“শাকিবের সিনেমার যেহেতু আলাদা দর্শক রয়েছে, যদি পরিকল্পনা করে ঈদের পরবর্তী এক মাস পর এই সিনেমাটি মুক্তি দেওয়া হত তাহলে হল মালিকরা বাকি সময়ের জন্য দর্শক ধরে রাখতে পারত।”