Published : 13 Jun 2025, 10:14 AM
ঈদে মুক্তি পাওয়া তারকাবহুল সিনেমা 'উৎসবের' শো সংখ্যা বাড়ানো হয়েছে।
কেবল মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া এই সিনেমাটি ‘দর্শকের আগ্রহে’ মুক্তির প্রথম সপ্তাহে শো সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন পরিচালক তানিম নূর।
নির্মাতা জানিয়েছেন, প্রথম সপ্তাহে ঢাকা ও ঢাকার বাইরে স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় ’উৎসব’ সিনেমার শো ছিল ৯টি। দ্বিতীয় সপ্তাহ থেকে শো সংখ্যা বেড়ে হয়েছে ১৩টি। এছাড়াও যমুনা ব্লকবাস্টার সিনেমাসেও বেড়েছে শো।
প্রথম সপ্তাহের ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহে কেরানীগঞ্জের লায়ন সিনেমাসেও প্রদর্শিত হবে ’উৎসব’।
সিঙ্গেল হলে সিনেমাটি মুক্তির কথা হচ্ছে জানিয়ে তানিম নূর বলেন, "ঢাকার বাইরে সিঙ্গেল স্ক্রিনে আমাদের সিনেমাটি প্রদর্শনের আগ্রহের কথা জানিয়েছেন অনেকে। কথা শুরু হয়েছে। আশা করছি শিগগিরই সেটা চূড়ান্ত হবে।"
দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নির্মাতা তানিম নূর বলেন, “সিনেমাটি নিয়ে দর্শকদের এই উন্মাদনা, দেখার আগ্রহ সত্যি আমাদের আপ্লুত করছে, অনুপ্রাণিত করছে। তারা নিজেরা সিনেমাটি দেখছেন, তার পাশের জনকে বলছেন, সামাজিক মাধ্যমে লিখছেন। সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা।"
এ সিনেমায় অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, আফসানা মিমি, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সৌম্য জ্যোতি, সাদিয়া আয়মান।
নব্বই দশকের ফেলে আসা পারিবারিক নাটক-সিনেমার স্মৃতিকে ঘিরেই নির্মিত হয়েছে সিনেমাটি।
প্রথম সপ্তাহে দর্শকদের সঙ্গে সরাসরি দেখা করতে, প্রতিক্রিয়া জানতে রাজধানীর বেশ কিছু প্রেক্ষাগৃহে ঘুরেছেন সিনেমার দুই অভিনয়শিল্পী সাদিয়া আয়মান ও সৌম্য জ্যোতি।
তারা জানিয়েছেন, সব বয়সী দর্শকদেরই তারা দেখেছেন প্রেক্ষাগৃহে। সবাই সিনেমাটি পছন্দের কথা জানাচ্ছেন।
সিনেমাটির গল্প লিখেছেন তানিম নূর, আয়মান আসিব স্বাধীন, সুস্ময় সরকার ও সামিউল ভূঁইয়া।
ডিরক্টর অব ফটোগ্রাফি হিসেবে কাজ করেছেন রাশেদ জামান। চিত্রনাট্য ও সংলাপ করেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।
ব্র্যাক ব্যাংক প্রেজেন্টস ‘উৎসব’ সিনেমাটি প্রযোজনা করেছে ডোপ প্রোডাকশন্স, সহ–প্রযোজনায় আছে চরকি। সিনেমার সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আছে লাফিং এলিফ্যান্ট।
দেশের পাশাপাশি বিদেশেও মুক্তি পাবে সিনেমাটি। ‘উৎসবের’ আন্তর্জাতিক ডিসট্রিবিউশনে আছে ’স্বপ্ন স্কোয়ারক্রো’ ও ‘পথ প্রোডাকশনস’।