Published : 30 May 2025, 11:21 AM
ভারতীয় সিনেমা ‘স্পিরিটে’ বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বাদ পড়া চরিত্রে দেখা যাবে তৃপ্তি দিমরিকে।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, দিমরি এর আগে সন্দীপ রেড্ডির ভাঙ্গার ‘অ্যানিমাল’ সিনেমায় অভিনয় করেছেন।
দীপিকা সিনেমাটি করতে ২০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছিলেন এবং সিনেমার লভ্যাংশেরও ভাগ চেয়েছিলেন নায়িকা। দীপিকার বাড়তি পারিশ্রমিক নিয়ে নির্মাতাদের কোনো সমস্যা ছিল না।
কিন্তু দীপিকার বাড়তি দাবি মানতে পারেননি ভাঙ্গা। দীপিকা চেয়েছিলেন তিনি আট ঘণ্টা কাজ করবেন, এর বাইরে নয়। এছাড়া তেলেগু ভাষায় সংলাপ বলতে অস্বীকৃতির কথা জানিয়েছেন। এসব দাবির কারণেই নাকি ভাঙ্গা বিরক্ত হয়ে দীপিকাকে সিনেমা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন।
এরপর থেকে দর্শকদের কৌতুহল জাগে, দীপিকার চরিত্রে কে আসছেন। অল্প সময়ের মধ্যেই নতুন অভিনেত্রীর নাম জানিয়ে দিল প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ।
দিমরির এই সিনেমায় যুক্ত হওয়ার খবরটি ইনস্টাগ্রামে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে টি-সিরিজ।
ইনস্টাগ্রামে পোস্ট করা বিবৃতিতে লেখা হয়, “পর্দার নতুন এক শক্তিশালী জুটির আগমন! আমাদের প্যান-ওয়ার্ল্ড সিনেমা স্পিরিটে তৃপ্তিকে নিতে পেরে আমরা আনন্দিত।”
ভাঙ্গা সোশাল মিডিয়ায় লিখেছেন, “আমার সিনেমার নারী চরিত্র এখন নিশ্চিত।”
তৃপ্তিও ইনস্টাগ্রামে পোস্টটি শেয়ার করে লিখেছেন, “আমার ওপর আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা।”
বিবৃতিতে আরও বলা হয়েছে সিনেমায় আছেন প্রভাস; এবং চলতি বছরই সিনেমার দৃশ্য ধারণ শুরু হবে।
বর্তমানে দিমরির হাতে রয়েছে ‘ধাড়ক ২’ ও পরিচালক বিশাল ভরদ্বাজের আরেকটি সিনেমা।
তবে দীপিকাকে সিনেমা থেকে বাদ দেওয়ায় ক্ষেপেছেন তার ভক্তরা। তাদের ভাষ্য, দীপিকার প্রতি’ অন্যায় করা হয়েছে’।
দীপিকার ঘনিষ্ঠ একজন টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, অভিনেত্রী কিছুদিন আগেই মা হয়েছে। তার দাবিগুলো নিজের তারকাখ্যাতি ও মাতৃত্বের বাস্তবতার সঙ্গে মানানসই বলেও মনে করা হচ্ছে।
অন্যদিকে দীপিকা এখন কাজ শুরু করতে যাচ্ছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ক্রাইম থ্রিলার ‘কিং’ সিনেমায়। সেখানে তিনি জুটি বেঁধেছেন শাহরুখ খানের সঙ্গে।
দীপিকার 'আকাশচুম্বী' পারিশ্রমিক: নির্মাতা সিনেমা থেকে বাদই দিলেন