Published : 13 Apr 2025, 12:13 AM
অ্যাকশন, নাচ-গান এবং ৩১ বছরের ছোট নায়িকাকে সঙ্গী করে ভারতের হিন্দি সিনেমার তারকাভিনেতা সালমান খান ‘সিকান্দার’ নামের যে সিনেমা এনেছেন এবারের ঈদে, সেটি ঘিরে ছিল ব্যাপক প্রত্যাশা। মুক্তির আগে অগ্রিম টিকেট বিক্রিতেও ধুম পড়েছিল। কিন্তু বক্স অফিসকে হতাশ করেছে ‘সিকান্দার’, হতাশা প্রকাশ করেছেন সালমান নিজেও।
রোজার ঈদের আগের তিনি ৩০ মার্চ মুক্তির প্রথম দিনে ‘সিকান্দার’ আয় করে ২৬ কোটি রুপি। ১০০ কোটির গণ্ডি পার হতে এই সিনেমার সময় লাগে সাতদিন। এই অংকের রোজগারকে কেবল ভাইজানের ব্যর্থতা নয়, হিন্দি সিনেমার ক্ষেত্রেও ব্যর্থতা ধরা হচ্ছে।
‘সিকান্দার’ কেন দর্শক টানতে পারল না সেটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে।
গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দেওয়া লাগাতার মৃত্যু হুমকি, হত্যাচেষ্টা এবং নিরাপত্তার ঘেরাটোপে সিকান্দারের শুটিং সেরেছিলেন সালমান।
নিরাপত্তাজনিত সমস্যার কারণে এই সিনেমা নিয়ে সালমান বেশি প্রচারও করতে পারেননি। কারো কারো ভাষ্য, বলিউডের তারকারা প্রচার কাজে সালমানের পাশে এসে দাঁড়ালে ভালো ফল আসত।
‘সিকান্দার’ মুক্তির পর বলিউডে সানি দেওলই একমাত্র অভিনেতা যিনি সিনেমাটির প্রশংসা করেন।
কেউ কেউ মনে করছেন প্রচারে আয়োজনের ঘাটতি এবং পাইরেসির কারণে সালমান সুবিধা করে উঠতে পারেননি। আবার সালমানের অতিরিক্ত ওজন বেড়ে যাওয়াতেও খানিকটা প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকে।
‘সিকান্দার’ ফ্লপের কারণ খুঁজতে গিয়ে চারটি বিষয় সামনে এনেছে টাইমস অব ইন্ডিয়া।
দুর্বল চিত্রনাট্য ও বিষয়বস্তু
একাধিক চলচ্চিত্র বিশ্লেষক মনে করছেন ‘সিকান্দারে’ বিষয়বস্তু নির্বাচন ‘ভালো হয়নি’। সালমানের মত তারকার উপস্থিতিও যে ঘাটতি মেটাতে পারেনি। চলচ্চিত্র–বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ বলেন, “ভরাডুবির মূল কারণ চিত্রনাট্য ও দুর্বল বিষয়বস্তু।”
মুক্তির পর প্রথম দিন সিনেমাটি কিছুটা আয় করে। এছাড়া ঈদের দিন এবং পরের দিন আরো কিছুটা আয় রোজগার করে। কিন্তু এর পর থেকে অবস্থা ‘বেগতিক’ হয় বলে জানিয়েছেন তরণ আদর্শ। তিনি বলেন, “এপ্রিলে দিন যত আগাতে থাকে সিনেমাটির আয় ক্রমশ নিম্নগামী হতে থাকে।”
দর্শকের খারাপ রিভিউ
সালমানের সিনেমা মানেই দর্শকদের মধ্যে আলাদা উত্তেজনা, আর ঈদের সিনেমা হলে সেটি নিয়ে তো কথাই নেই। এই নায়কের সিনেমা মুক্তি ঘিরে গেইটি গ্যালাক্সিসহ সিঙ্গেল স্ক্রিনের সামনে উৎসব বসে যায়।
এবারের দৃশ্য হতাশাজনক। জি৭ মাল্টিপ্লেক্স (গেইটি গ্যালাক্সি) ও মারাঠা মন্দির সিনেমার নির্বাহী পরিচালক মনোজ দেশাই বলেন, “চিত্রনাট্যে নায়িকাকে যেন সময়ের আগে হত্যা করা হয়। দর্শকরা হল থেকে বের হয়ে আমাকে এমনই বলেছেন, যা আমি আপনাকে বলছি।”
পাইরেসির শিকার
প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ইন্টারনেটে সিনেমাটি প্রকাশ হওয়ার কারণে ব্যবসায় ‘ভাটা পড়েছে’ বলে মনে করেন মনোজ দেশাই।
তিনি বলেন, “সালমানের সিনেমা মানে মূলত তাকে দেখতেই মানুষ প্রেক্ষাগৃহে আসে। এবার ‘সিকান্দার’ পাইরেসির কারণে অনেকেই হলে আসেননি।”
হালের দুনিয়ায় ওটিটির আগ্রাসনকেও ‘সিকান্দার’ ফ্লপের একটি কারণ বলে মনে করেন ব্যবসায়ী মনোজ দেশাই।
তিনি বলেন, “এখন ওটিটির সময়, মানুষ মনে করে, প্রেক্ষাগৃহে আর যাব কেন, আমরা ঘরে বসে সুবিধাজনক সময়ে সিনেমাটি দেখব।”
গানগুলো আলোচনা তৈরিতে ব্যর্থ
সিনেমায় ‘সিকান্দার নাচে’, ‘জোহরা জাবিন’ ও ‘হাম আপকে বিনার’ মত গান থাকলেও সেগুলোর সংগীত আয়োজন আলোচনা তৈরি করতে পারেনি। তবে প্রয়োজনীয় প্রচারণা হলে এগুলোও কাজে দিত বলে মনে করা হচ্ছে।
এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবার সালমানের নায়িকা হয়েছে দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা রাশমিকা মানদানা। পরিচালনা করেছেন ‘গজনী’, ‘থুপাক্কি’, ‘আকিরা’সহ অনেক আলোচিত সিনেমার নির্মাতা এ আর মুরুগাদোস। প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা।
আরও অভিনয় করেছেন সত্যরাজ, শরমন যোশী, কাজল আগারওয়াল, প্রতীক বাব্বর, অঞ্জিনী ধাওয়ানসহ আরও অনেকে।
'সিকান্দার' হয়ে সালমান: খুনের হুমকি, পাঁজরে চোট, তবুও দমে যাননি
সালমানের 'সিকান্দারে' কাটছাঁট, বাদ গেল যা যা
জীবন-মৃত্যু আল্লাহর হাতে, বিষ্ণোইয়ের হুমকি নিয়ে বললেন সালমান