Published : 08 May 2025, 07:59 PM
'ইনসাফের’ দ্বিতীয় পোস্টার প্রকাশ করে নির্মাতা সঞ্জয় সমাদ্দার জানিয়ে দিয়েছেন, সিনেমাটি মুক্তি পাচ্ছে কোরবানির ঈদে।
নতুন পোস্টারে ভিন্ন লুক নিয়ে হাজির হয়েছেন অভিনেতা মোশাররফ করিম।
ফেইসবুকে সিনেমার পোস্টার প্রকাশ করে সঞ্জয় সমাদ্দার লিখেছেন, "এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ! চলুন ইনসাফ সিনেমার এক শক্তিশালী অভিনেতার সঙ্গে পরিচয় করিয়ে দেই। ‘ইনসাফ: টেল অব লিজেন্ডস' শুরু হচ্ছে এক দুর্দান্ত গল্পের যাত্রা।"
পোস্টারে মোশাররফ করিমকে দেখা গেছে দাড়ি মুখে, চোখে সানগ্লাস, পোশাকে রক্তের ছিটেফোঁটা। এছাড়া অভিনেতার হাতে কুড়াল, ঘাড়ে ঝুলছে স্টেথোস্কোপ এবং পায়ের নিচে ফেলেও রেখেছেন একজনকে।
পোস্টার প্রকাশের পর বেশ সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন পরিচালক সমাদ্দার।
তিনি গ্লিটজকে বলেছেন, দর্শক মোশাররফ করিমের এই লুক পছন্দ করছেন।
“দর্শকরা বলছেন এমন লুকে অভিনেতাকে আগে দেখা যায়নি। সিনেমাটি নিয়ে সবার প্রত্যাশার কথাও জানাচ্ছেন।"
ঈদে মুক্তি দিতে ইনসাফের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।
সমাদ্দার বলেন, “ইনসাফ কোরবানির ঈদে মুক্তি পাবে, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।"
পরিচালক বলেছেন, অ্যাকশন থ্রিলার গল্পে তৈরি হয়েছে ইনসাফের চিত্রনাট্য।
“আমাদের সিনেমার যে স্টোরি লাইন সেটা একটা সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি। বাংলাদেশ সমাজের এমন কিছু দিক আমরা তুলে ধরেছি যেটা এখনকার সময় উপযোগী ও দর্শক খুব সহজেই নিজের সাথে কানেক্ট করতে পারবেন।"
গত ২৫ এপ্রিল প্রকাশ পায় ‘ইনসাফ’ সিনেমায় শরিফুল রাজের লুক পোস্টার। পোস্টারে রাজকে একটি সোফায় রক্তমাখা কুড়াল হাতে নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে। কুড়াল এবং হাতে-মুখে লেগে আছে রক্তের ছোপ।
'ইনসাফের’ গল্প ও চিত্রনাট্য লিখছেন নাজিম উদ দৌলা; তিতাস কথাচিত্র প্রযোজনার দায়িত্ব নিয়েছে।
ঢাকা, গাজীপুর, শ্রীমঙ্গল, কবিরপুরসহ দেশের বিভিন্ন লোকেশনে হয়েছে সিনেমার শুটিং।
বাংলাদেশে প্রথম হলেও ‘ইনসাফ’সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা। তিন বছর আগে এই নির্মাতা কলকাতার জনপ্রিয় নায়ক জিৎকে নিয়ে 'মানুষ' নামের সিনেমা বানিয়ে বড়পর্দার পরিচালক হিসেবে নাম লেখান।