Published : 12 Jun 2025, 10:40 PM
‘রূপকথা’, ‘পূর্ণতা’, ‘বসে আছিসের’ মত সাড়া ফেলা কয়েকটি গান গেয়ে টাঙ্গাইলে শ্রোতা-দর্শকদের মাতিয়ে দিয়েছে ব্যান্ড দল ওয়ারফেজ।
বুধবার রাতে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ‘বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’ এর জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে গান গেয়েছে ব্যান্ডটি।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ওয়ারফেজের সংগীত পরিবেশনা। ‘না না’, ‘অসামাজিক’, ‘অবাক ভালোবাসা’, ‘প্রতিচ্ছবি’সহ বেশ কয়েকটি গান গেয়েছেন ওয়ারফেজের ভোকালিস্ট পলাশ নূর ও দলনেতা শেখ মনিরুল আলম টিপু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবেকানন্দ চ্যাম্পিয়নশিপের সভাপতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।
টাঙ্গাইলের বিবেকানন্দ হাই স্কুল অ্যান্ড কলেজের ১৯৯০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ২০টি দল এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বন্ধন আরও দৃঢ় করতেই এ আয়োজন।
১৯৮৪ সালের ৫ জুন সংগীত জগতে আত্মপ্রকাশ করে ওয়ারফেজ। ১৯৯১ সালে ‘ওয়ারফেজ’ শিরোনামে অ্যালবাম প্রকাশের মাধ্যমে দলটির যাত্রা শুরু।
ওয়ারফেজের আরও জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘বসে আছি একা’, ‘একটি ছেলে’, ‘স্বাধিকার’, ‘ধূপছায়া’, ‘জননী’, ‘নেই প্রয়োজন’, ‘ধূসর মানচিত্র’, ‘মুক্তি চাই’, ‘মনে পড়ে’, ‘আলো’, ‘যত দূরেই থাকো’, ‘সময়’, ‘বেওয়ারিশ’, ‘মহারাজ’, ‘সত্য’, ‘প্রতীক্ষা’।