Published : 10 Jun 2025, 10:55 AM
অভিনয়ে আসার আগে থেকেই সোশাল মিডিয়ায় বিভিন্ন সময়ে ফটো শুটের ছবি নিয়ে সরব থেকেছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান।
এবার নতুন লুক নিয়ে সুহানা হাজির হয়েছেন ইনস্টাগ্রামে। সে সব ছবির কমেন্টে প্রশংসা এসেছে নানা জনের কাছ থেকে।
সুহানার ছবি দেখে মুগ্ধ বাবা শাহরুখও। মেয়ের ছবিতে তিনি লিখেছেন, “খুব সুন্দর লাগছে।”
প্রায় সঙ্গে সঙ্গে প্রত্যুত্তরে সুহানা লিখেছেন, “ভালোবাসি।” সঙ্গে লাল রঙের ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন তিনি।
দুই বছর আগে যোইয়া আখতারের পরিচালনায় ‘দ্য আর্চিস’ সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক হয়েছে সুহানা খানের। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ওই সিনেমায় সুহানার সাথে ছিলেন মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা এবং শ্রীদেবী-বনি কাপুরের মেয়ে খুশি কাপুর।
এখন বড় পর্দায় বাবার সাথে হাতেখড়ি হতে চলেছে সুহানার। শাহরুখের সঙ্গে আগামীতে ‘কিং’ সিনেমায় দেখা যাবে সুহানাকে।
অ্যাকশন ও থ্রিলারে ভরপুর ‘কিং’ এরিমধ্যে চমকে দিয়েছে অভিনয়শিল্পী নির্বাচন দিয়ে।
রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং মারফ্লিক্স প্রযোজিত এই সিনেমায় মুল চরিত্রে অভিনয় করবেন শাহরুখ। গুরু-শিষ্যার দুই চরিত্র করেছেন শাহরুখ ও সুহানা।
চিত্রনাট্যে দেখানো হয়েছে শহরের অপরাধ জগত পরিচালিত হয় এক কুখ্যাত ডনের ইশারা এবং সিদ্ধান্তে। সেই ডনের একজন শিষ্যা আছেন, যিনি অক্ষরে অক্ষরে গুরুর কথা মেনে চলেন।
আরও অভিনয় করছেন রানি মুখার্জি, দীপিকা পাড়ুনোন, খল নায়ক হিসেবে আসছেন অভিষেক বচ্চন; এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভয় ভার্মা। আছেন অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অর্জুন ওয়ারসিও।
চলতি বছরের মে মাস থেকেই ‘কিং’ সিনেমা শুটিং শুরু হয়েছে। বিশাল বাজেটের সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর।