Published : 03 Oct 2024, 09:14 PM
দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী কোয়েল মল্লিক। এই আনন্দের খবর ভক্ত অনুরাগীদের সঙ্গে নিজেই ভাগ করে নিয়েছেন তিনি।
আনন্দবাজার লিখেছে, দেবীপক্ষের সূচনার দিনে পরিবার বড় হওয়ার খবর দিয়েছেন কোয়েল। স্বামী নিসপাল রানে ও ছেলে কবীরের সঙ্গে হাসিমুখের একটি ছবি ফেইসবুকে পোস্ট করে লিখেছেন, "পরিবার বড় হতে চলেছে। খুব শিগগিরই কবীর বড় দাদার দায়িত্ব পেতে চলেছে।"
২০২০ সালে মহামারীর মধ্যে কোয়েলের ছেলে কবীরের জন্ম হয়। সে বছর মহা অষ্টমীর দিনে ছেলের নাম প্রকাশ করেন অভিনেত্রী। এবারও পূজার আনন্দের মধ্যেই মা হওয়ার খবর দিলেন।
কোয়েলের মা হওয়ার খবরে অনুরাগীদের পাশাপাশি টলিগঞ্জের শিল্পীরাও অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন। অভিনেতা জিৎ লিখেছেন, “খুব ভালো খবর। পরিবারের প্রত্যেকেকে শুভেচ্ছা।”
শুভেচ্ছা জানিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, ঋতুপর্ণা সেনগুপ্তসহ অনেকেই।
সাত বছর সম্পর্কে থাকার পর ২০১৩ সালে প্রযোজক নিসপাল সিংহ রানেকে বিয়ে করেন কোয়েল।
সম্প্রতি ‘মিতিন মাসি’ সিরিজের শুটিং শেষ করেছেন এ অভিনেত্রী। এবার হয়ত কাজ থেকে মাতৃত্বকালীন বিরতি নেবেন তিনি।