Published : 10 Jun 2025, 12:10 PM
যুবকের হাতে আসা এক রহস্যময় মানিব্যাগ কীভাবে তার জীবন বদলে দিল সেই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘পাওয়ারফুল মানিব্যাগ’।
শামীম জামানের রচনা ও পরিচালনায় এই নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা।
বিজ্ঞপ্তিতে আরটিভি জানিয়েছে, ঈদের বিশেষ একক নাটক হিসেবে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে ‘পাওয়ারফুল মানিব্যাগ’।
নাটকের গল্পে দেখা যাবে অপু নামের এক তরুণ চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। স্বভাবে চুপচাপ, নিজের মত থাকা ওই তরুণ তার অফিসে তেমন একটা জনপ্রিয় নন। এমনকি অপুর প্রেমিকাও তার স্বভাব নিয়ে বিরক্ত।
একদিন পুরনো মানিব্যাগ নষ্ট হয়ে যাওয়ায় নতুন একটি মানিব্যাগ কেনেন অপু।
ওই মানিব্যাগটি কেনার পর থেকেই অপুর জীবনে ঘটতে থাকে অদ্ভুত পরিবর্তন। এভাবেই নাটকের গল্প এগিয়ে চলে সেই মানিব্যাগকে ঘিরে।
নাটকটি নিয়ে পরিচালক শামীম জামান বলেন, “সাধারণ একজন মানুষের জীবনে ছোট একটি জিনিস কীভাবে বড় পরিবর্তন আনতে পারে, সেটাই দেখানোর চেষ্টা করেছি। গল্পটি সবার খুব পছন্দ হবে বলে আশা করছি।”