Published : 20 May 2025, 11:51 PM
কোরবানির ঈদে চ্যানেল আইয়ের পর্দায় প্রিমিয়ার হতে যাচ্ছে এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলার সিনেমা ‘জলে জ্বলে তারা’।
সিনেমাটি ঈদের তৃতীয় দিন সকাল সাড়ে ৯টায় দেখা যাবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে চ্যানেল আই।
অরুণ চৌধুরী পরিচালিত এই সিনেমাটি চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। চিত্রনাট্য লিখেছেন ইফফাত আরেফিন তন্বী।
‘জলে জ্বলে তারা’ সিনেমায় হোসেন মাঝির চরিত্রে অভিনয় করেছেন নাঈম। আর মিথিলাকে দেখা গেছে তারা চরিত্রে।
চিত্রনাট্য সাজানো হয়েছে সামাজিক ও পারিবারিক গল্পে। যেখানে প্রেম আছে, গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য আছে।
‘তারা’ নামের এক মেয়ের জীবনকে ঘিরে গল্প এগিয়েছে। যে মেয়েটি সার্কাসের দলে কাজ করেন এবং পরিবারের সবাইকে হারিয়ে নদীর পাড়ে বসবাস করে। তার জীবনে ভালোবাসার মানুষ হয়ে আসে হোসেন মাঝি। দুইজনের জীবনের পথচলার নানা বাধাবিপত্তি ঘিরেই এগিয়ে যায় সিনেমার গল্প।
সিনেমায় জুটি বাঁধলেন মিথিলা- নাঈম
হোসেন মাঝি ও তারার গল্পে 'জলে জ্বলে তারা'
সিনেমায় অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠুসহ অনেকে।
এ সিনেমায় গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ ও ইমরান মাহমুদুল। সিনেমাটোগ্রাফিতে আছেন রায়হান খান।
সিনেমাটি সরকারি অনুদান পেয়েছিল ২০২০-২১ অর্থবছরে; এবং ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় শুটিং হয়।