Published : 24 May 2025, 12:43 PM
সাদা রঙের বেনারসী আর রুবির গয়না পরে কান চলচ্চিত্র উৎসবে আলো ছড়ালেও ওজন নিয়ে ‘কটাক্ষের শিকার’ হয়েছেন ভারতীয় সিনেমার অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।
তাতে বিরক্ত হয়ে জবাবও দিয়েছেন সাবেক বিশ্বসুন্দরী।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, সোশাল মিডিয়ায় আসা ঐশ্বরিয়ার ছবি দেখে কেউ বলেছেন, “চুলের স্টাইল এবার বদলানোর চেষ্টা করুন।”
আরেকজনের কথায়, “মুখ এত ফুলে গিয়েছে, আর ভালো লাগছে না আপনাকে দেখতে।”
কটাক্ষ, নেতিবাচক মন্তব্যে ঐশ্বরিয়া বলেছেন, তিনি বুঝতে পারছেন না, তার চেহারা বা চেহারার বদল নিয়ে কথা বলতে এত আগ্রহ কেন সবার!
ঐশ্বরিয়ার কথায়, তিনি চাইলেই কিছুদিনের মধ্যে ওজন কমাতে পারেন। কিন্তু ওজন নিয়ে তিনি মোটেও চিন্তিত নন।
ঐশ্বরিয়া বলেন, “আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। আমি যেমন আছি, তাতেই আমি ভালো আছি। সুতরাং আমার চেহারা নিয়ে কে কী ভাবছে তাতে আমার কিছু যায় আসে না।”
এবারের লাল গালিচায় সাদা রঙের বেনারসি সঙ্গে ঐশ্বরিয়া বেছে নিয়েছিলেন সাদা রঙেরই ফুলস্লিভ ব্লাউজ। শাড়ির সঙ্গে ম্যাচিং ওড়নাও পরেছিলেন। রূপটানে ছিল ন্যুড মেকআপের সঙ্গে ব্রাউন লিপস্টিক এবং কপালে লাল রঙা সিঁদুর। ৫০০ ক্যারেটের মোজাম্বিক রুবির হার ছিল তার গলায়।
কানে ঐশ্বরিয়ার লুক সোশাল মিডিয়ায় প্রশংসিত হয়েছে। অনেকের ভাষ্য, এবার ভারতীয় অভিনেত্রীদের মধ্যে কানে লুক ঐশ্বরিয়ার লুক হল ‘সেরা লুক’।