Published : 02 Jun 2025, 03:49 PM
চিত্রনায়িকা শবনম বুবলী পেশাজীবনের শুরুরে ছিলেন উড়োজাহাজের কেব্রিন ক্রু, তারপর বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদপাঠিকার কাজও করেন কয়েক বছর। পরে ২০১৬ সালে সিনেমায় নাম লেখান তিনি। এখন এই অভিনেত্রী আরও একটি কাজের প্রতি তার আগ্রহের কথা জানিয়েছেন।
ফেইসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে বুবলী জানিয়েছেন, ভবিষ্যতে তিনি পুরদমে কৃষিকাজ করবেন।
বুবলী লিখেছেন, “ফুল, ফল, শাক সবজি চাষ করবো, হাঁস মুরগি, গরু ছাগল পালব। কারণ প্রকৃতি একটু বেশিই সুন্দর, তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই।”
বুবলীর পোস্ট করা ছবিগুলোর একটিতে তাকে কাস্তে হাতে মাটির আগাছা পরিষ্কার করতেও দেখা গেছে। আবার কাঁঠাল ভর্তি গাছের সঙ্গে হাসিমুখে দাঁড়িয়েও আছেন বুবলী।
বুবলীর বর্তমান ব্যস্ততা যাচ্ছে তার নতুন একটি সিনেমা ঘিরে। শেরপুরের নালিতাবাড়ী এলাকায় সেই সিনেমার দৃশ্য ধারণ চলছে।
শাকিব খানের বিপরীতে ‘বসগিরি’ দিয়ে ২০১৬ সালে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয়। তবে ২০২২ সালে মুক্তি পাওয়া ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার পর পর শাকিবের সঙ্গে আর দেখা যায়নি বুবলীকে।
অন্য নায়কের সঙ্গে বুবলী এখন নিয়মতিও পর্দা ভাগ করে থাকেন। চলতি বছরে রোজার ঈদে এসেছে বুবলীর ‘জংলি’; সেখানে তার নায়ক হন সিয়াম আহমেদ।
কোরবানির ঈদে আসছে এই অভিনেত্রীর ‘সর্দারবাড়ির খেলা’ নামের একটি সিনেমা। তাতে বুবলী জুটি বেঁধেছেন জিয়াউল রোশানের সঙ্গে।