Published : 31 Aug 2024, 12:20 PM
‘প্রাচ্যনাট স্কুল’ লেখক ফ্রানৎস কাফকা’র ‘দ্য মেটামরফোসিস’ অবলম্বনে ‘রূপান্তর’ নাটক মঞ্চে আনছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হবে।
নাটকটির ভাবনা, দৃশ্য নির্মাণ ও সমন্বয় করছেন প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ।
‘প্রাচ্যনাট স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইন’র ৪৩তম ব্যাচের সমাপনী প্রযোজনা হিসেবে 'রূপান্তর' নাটকটি দেখান হবে।
এদিনের অনুষ্ঠানে ৪৬তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনীর সনদও বিতরণ করা হবে। এতে অতিথি থাকবেন চলচ্চিত্র নির্মাতা কামার আহমাদ সাইমন ও মুহাম্মদ কাইউম।
নাটকের নির্দেশক প্রজ্ঞা তাসনুভা রূবাইয়াৎ বলেন, "লেখক ফ্রানৎস কাফকা’র মৃত্যুর শততম বার্ষিকীতে তার গল্প থেকে নাটকের কাজ করার সিদ্ধান্তটা লেখকের প্রতি ট্রিবিউটের সামান্য চেষ্টা।"
নাটকের কাহিনীতে দেখা যাবে গ্রেগর সামসা নামের এক ব্যক্তি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন যে তিনি একটি বিশালাকার, কদর্য, নোংরা পোকায় পরিণত হয়েছেন।
তার পরিবারের সদস্যরা যখন তাকে এই রূপান্তরিত অবস্থায় দেখে, তারা সেটা মেনে নিতে পারে না এবং সামসাকে তারা তার ঘরে আবদ্ধ করে রাখে।
প্রথমদিকে সামসার বোন গ্রেটা নিয়মিত ভাইয়ের ঘরে আসত, দূর থেকে তার জন্য খাবার রেখে যেত, তার ঘর পরিষ্কার করে দিত এবং তার খবরাখবর বাড়ির অন্য মানুষদের পৌঁছে দিত।
কিন্তু এক পর্যায়ে এই নিয়মানুবর্তিতাতেও ছেদ পড়ে। কারণ গ্রেটাকেও সংসারের খরচের লাগাম ধরার জন্য বাবা-মায়ের সঙ্গে বাইরের কাজে নামতে হয়।
যোগাযোগ কমে যাবার কারণে বাবা-মা ও বোনের সাথে সামসার ক্রমশ দূরত্ব তৈরি হতে থাকে; ধীরে ধীরে তাকে যেন তার বাবা-মা ও বোনের কাছে বোঝাস্বরূপই মনে হয়।
একসময় পরিবারের সদস্যদের ভয়, অস্বস্তি ও ঘৃণার পাত্র হয়ে সামসা মারা যায়। এবং এতে তার পরিবারের সদস্যরা শোকার্ত হবার বদলে হাঁফ ছেড়ে বাঁচে।
নাটকে অভিনয় করছেন রাবেয়া মুন্নি, ফাহাদ খান, আতিক পিয়াল, কুমার উদয়, ফাহিন আরেফিন ইভান, রিয়া বর্মন, শুভাশিস হালদার, সামিউল মাহমুদ নিহাল, ফারজানা আক্তার, নূর আখতার পরমা, রিয়া বর্মন, সানজিদা ইয়াসমিন স্নিগ্ধা, রাফিদ চৌধুরী, রিপন ঘোষ, শেখর শেখর শেখর, শুভ্র মোহসীন, ফারজানা আক্তার, রাবেয়া মুন্নি, সায়মা জাহান, শফিকুল ইসলাম সোহাগ, ফারহানা আজিম লামিয়া, উম্মে হাবিবা, এ আই তানিম, কামাল হাসান বাঁধন, অয়ন আইচ, জয়জিৎ দত্ত, নাফিজ প্রেম, রাসেল আহম্মেদ রাহাত,কামরুজ্জামান সাগর, জুবায়ের রাজিন গল্প, অনিক মোহন্ত, নুরুল ইসলাম রনি, মায়িশা রহমান প্রাপ্তি, রায়হান সান, সাজ্জাদ হোসেন পলাশ।