Published : 09 Jun 2025, 12:32 AM
নব্বই দশকের শুরুর দিকে ‘রং নাম্বার’ গান দিয়ে পরিচিতি পাওয়া গায়ক আদনান বাবুর নতুন গান আসছে।
‘আল্লাহ পাক চাইলে' শিরোনামের আধ্যাত্মিক গানটি প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে। সোমবার রাত ১০টায় ঈদের বিশেষ অনুষ্ঠান ‘চাওয়া পাওয়ায়’ গানটি গাইবেন এ শিল্পী।
গানটি তৈরির ভাবনা জানিয়ে আদনান বাবু গ্লিটজকে বলেন, “কিছুদিন আগে এক রাতে সারারাত জেগে ছিলাম। ফজরের সময় ভোরের আলো ফুটতে দেখেই যেন ভেতরটা আবেগপ্রবণ হয়ে উঠল, সেই মুহূর্তের অনুভব থেকেই খাতা-কলম হাতে নিয়ে বসে লিখে ফেলি গানটি।
“বিভিন্ন ঘরানার গান করেছি এতদিন, তবে আধ্যাত্মিক ঘরানা নিয়ে তেমন কাজ করা হয়নি। এটা অনেকটা আধুনিক ঘরানার আধ্যাত্মিক গান, আশা করছি সবার বেশ ভালো লাগবে।"
‘আল্লাহ পাক চাইলে গাছের পাতা নড়ে, চাইলে তিনি আকাশ ভেঙে পানি পড়ে’– এমন কথার গানটি লেখা, সুর করা এবং গাওয়া–সবই বাবুর নিজের। সংগীতায়োজন করেছেন ওয়াহেদ শাহীন।
আদনান বাবু এখন আর নিয়মিত গান গাইছেন না। তবে বিটিভির নিয়মিত আয়োজন 'গীতি আলাপন’ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন। পাশাপাশি সেখানে বিভিন্ন গানও তিনি করেন।
'রং নাম্বার' ছাড়াও বাবুর প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে রয়েছে ‘রং নাম্বার টু’, ‘আনন্দ’, ‘নিঃশ্বাসে আছ তুমি’, ‘রং বেরং’, ‘চেয়েছি প্রেম’ প্রভৃতি। ১০-১২টি মিশ্র অ্যালবামেও করেছেন তিনি।
এ গায়কের শেষ অ্যালবাম ‘হৃদয়ে আছো তুমি’ প্রকাশিত হয় ২০১২ সালে।