Published : 10 Jun 2025, 08:36 AM
স্টার সিনেপ্লেক্সে সিনেমার টিকেট অনলাইনে কিনতে গিয়ে প্রতারকদের ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দর্শক। বিষয়টি নিয়ে দর্শকদের সতর্ক করেছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নাম ব্যবহার করে বিভিন্ন অনলাইন গ্রুপ, ফেইসবুক পেইজ ও ওয়েবসাইট তৈরি করে ভুয়া টিকেট বিক্রি করছে একটি চক্র। এসব প্ল্যাটফর্ম থেকে টিকেট কিনে অনেক দর্শকই হলে গিয়ে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ছেন।
সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা চাই না আমাদের কোনো দর্শক এমন প্রতারণার শিকার হোক। তাই সবাইকে অনুরোধ করব অননুমোদিত সাইট, পেইজ বা গ্রুপ থেকে টিকেট কিনবেন না।”
“টিকেট কিনতে হলে শুধুমাত্র আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.cineplexbd.com অথবা মেসেঞ্জারের অফিসিয়াল লিংক m.me/mycineplex ব্যবহার করুন। এছাড়া হলে এসে সরাসরি টিকেট সংগ্রহ করাও নিরাপদ।”
এই প্রতারণা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন মেসবাহউদ্দিন।
“আমরা দর্শকদের নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতারণা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। তবে সচেতনতা সবচেয়ে জরুরি। সবাইকে অনুরোধ করছি, এসব প্রতারক চক্র থেকে সাবধান থাকুন।”
কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা। সবগুলো সিনেমাই চলছে সিনেপ্লেক্সের সাতটি শাখায়।
সিনেপ্লেক্সে সব থেকে বেশি শো পেয়েছে 'তাণ্ডব', চলছে ২৮টি শো। ইনসাফ সিনেমার শো চলছে ১২টি, উৎসব সিনেমার ৯টি, নীলচক্র: ব্লু সার্কেল সিনেমার শো চলছে ৬টি, এশা মার্ডার কর্মফল সিনেমারও ৬টি শো, টগর সিনেমার চলছে ৪টি শো।