Published : 07 Jun 2025, 03:40 PM
দুটি মানুষের খুনসুটি, মান অভিমান আর প্রেম ঘিরে নির্মিত হয়েছে ঈদের বিশেষ রোমান্টিক নাটক ‘প্রিয় প্রজাপতি’। নাটকে জুটি বেঁধেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ।
কথাসাহিত্যিক সাদাত হোসাইনের ‘বিলবোর্ড’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি বানিয়েছেন জাকারিয়া সৌখিন।
নাটকের গল্পটি আবর্তিত হয়েছে একটি অফিসগামী বাস, অফিসের পরিবেশ এবং দুই সহকর্মীর খুনসুটি ও সম্পর্ককে কেন্দ্র করে। যেখানে অপূর্ব অভিনীত চরিত্রের নাম ‘মুগ্ধ’। যিনি একজন অলস প্রকৃতির মানুষ, অফিসে আসেন দেরি করেন।
পরিস্থিতি সামাল দিতে অফিসে তারই সমপর্যায়ের আরেকজন কর্মী প্রজাপতিকে নিয়োগ দেওয়া হয় ওই অফিসর। ধীরে ধীরে প্রজাপতির প্রভাবে বদলে যেতে শুরু করেন মুগ্ধ। প্রজাপতি চরিত্রে অভিনয় করেছেন ফারিণ।
বিজ্ঞপ্তিতে নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, "সাদাত হোসাইনের ‘বিলবোর্ড’ গল্পটি পড়ে আমার এই গল্পের আইডিয়াটা আসে। 'প্রিয় প্রজাপতি' একটি ভালো কনটেন্ট। খাঁটি রোমান্টিক-কমেডিও বলা যেতে পারে। আশা করছি অপূর্ব ও ফারিণের দারুণ অভিনয়ে নাটকটি সবার ভালো লাগবে।"
নাটকে ‘প্রজাপতি এনে দিতে পারি' শিরোনামের একটি গান রয়েছে। গানটি লিখেছেন সোমেশ্বর অলি, সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নীরব। কণ্ঠ দিয়েছেন আতিয়া আনিসা এবং নীরব নিজেই।
নাটকটি দেখা যাবে নতুন ইউটিউব চ্যানেল ‘ক্যাপিটাল ড্রামায়’। পরিচালক জানিয়েছেন, ঈদে ‘প্রিয় প্রজাপতি’ নাটক দিয়েই যাত্রা শুরু করছে চ্যানেলটি।