Published : 08 Jun 2025, 01:57 PM
ঈদের দিন থেকে শুরু করে তিন দিন বিটিভি, এনটিভি, বৈশাখী, আরটিভি, মাছরাঙাসহ অন্য টেলিভিশন স্টেশনগুলোতে প্রচার করা হচ্ছে বেশকিছু পূর্ণদৈর্ঘ্য সিনেমা।
এর মধ্যে রয়েছে নতুন ও পুরনো সিনেমা। কিছু সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে ঈদ উৎসবে।
ঈদের দ্বিতীয় দিন রোববার সুপারস্টার শাকিব খানের 'দরদ' ও 'তুফান'সহ দেখানো হবে আরো কয়েকটি সিনেমা।
বিটিভিতে ‘দরদ’
দুপুর আড়াইটায় বিটিভিতে প্রচার হবে সিনেমা ‘দরদ’। অনন্য মামুনের পরিচালনায় এই সিনেমাটি গেল বছরের ১৫ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
ভারতের বারানসিতে একাধিক প্রভাবশালী ব্যক্তির খুনের গল্পের সিনেমা ‘দরদ’।
চিত্রনাট্যে দেখা গেছে, একের পর এক একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকেন বারানসিতে। ওই হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহ পড়ে শহরের দুলু মিয়া নামের এক আটোরিকশা চালকের ওপর। সেই দুলু মিয়া হয়েছেন শাকিব খান। সিনেমায় প্রেমের গল্পের আবরণে সাইকোথ্রিলার দেখানো হয়েছে।
‘দরদ’ সিনেমায় শাকিবের নায়িকা হয়েছেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান।
শাকিব ও সোনাল ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে।
এনটিভিতে 'গলুই'
শাকিব খান ও পূজা চেরি অভিনীত চলচ্চিত্র ‘গলুই’ এনটিভিতে দেখা যাবে বিকাল ৪টা ২০ মিনিটে। এস এ হক অলিক পরিচালিত এই সিনেমাটি ২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।
সিনেমায় উঠে এসেছে নৌকা বাইচের সঙ্গে জড়িত মানুষদের জীবন ও জীবিকা। পাশাপাশি জমিদারের নাতনির সঙ্গে মাঝির ছেলের প্রেম এবং পরিণতি।
গলুই এর কাহিনী লিখেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। আলী রাজ, সুচরিতা, সুব্রত, আজিজুল হাকিম, ঝুনা চৌধুরী, সমু চৌধুরীসহ আরও অনেকে অভিনয় করেছেন।
আরটিভিতে 'মিয়া বাড়ির চাকর'
আরটিভিতে দুপুর ২টা ১০ মিনিটে দেখা যাবে সিনেমা 'মিয়া বাড়ির চাকর'। শাকিব খান, অপু বিশ্বাস, খলিল, মিশা সওদাগর।
শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত সিনেমাটি ২০০৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি।
মাছরাঙা টিভিতে ‘হাওয়া’
দুপুর আড়াইটায় মাছরাঙা টিভিতে দেখা যাবে সিনেমা ‘হাওয়া’। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২২ সালে।
‘হাওয়া’ চলচ্চিত্রটির গল্প এগিয়েছে মাঝসমুদ্রে বিভিন্ন ঘটনার ঘাত-প্রতিঘাতে গন্তব্যহীন হয়ে পড়া একটি ফিশিং ট্রলারের আট মাঝি-মাল্লা এবং এক রহস্যময় বেদেনীকে ঘিরে।
এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সুমন আনোয়ার ও সোহেল মণ্ডলের মত শিল্পীরা। তবে সবাইকে ছাপিয়ে ‘হাওয়া’র রহস্য এগিয়েছে অভিনেত্রী নাজিফা তুষিকে ঘিরে।
এ সিনেমার ‘সাদা সাদা কালা কালা’ গানটি বেশ জনপ্রিয়তা পায়।
নাগরিক টিভিতে 'তুফান'
নাগরিক টিভির অনুষ্ঠানমালায় বিকাল ৫টায় দেখা যাবে সিনেমা ‘তুফান’। গেল বছরের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল 'তুফান'। রায়হান রাফীর পরিচালনায় এ সিনেমায় শাকিব খানকে দেখা গেছে দ্বৈত চরিত্রে।
নব্বই দশকের এক গ্যাংস্টারের জীবনের উত্থান-পতনের গল্প নিয়ে তৈরি হয়েছে তুফানের চিত্রনাট্য।
শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।
সিনেমায় বিশেষ আকর্ষণ ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এছাড়া ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওনসহ আরো অনেকে এই সিনেমায় অভিনয় করেছেন।
সিনেমার পাঁচটি গানের মধ্যে ‘লাগে উরাধুরা’, ‘দুষ্টু কোকিল’সহ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে।
বৈশাখী টিভিতে ‘পিতা মাতার আমানত’
দুপুর ২টায় বৈশাখী টেলিভিশনে দেখা যাবে সিনেমা ‘পিতা মাতার আমানত’। ২০০৮ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয় করেছেন মান্না, দিলারা হানিফ পূর্ণিমা, অপু বিশ্বাস, রাজ্জাক, কবরী, সাদেক বাচ্চু,ড্যানি সিডাক, শিবা শানুসহ অনেকে।