Published : 07 Jun 2025, 08:10 PM
ঈদ উপলক্ষে প্রকাশ পাচ্ছে বাপ্পা মজুমদারের নতুন গান ‘আগামীকাল’। কণ্ঠ, সুর, সংগীতায়োজনের পাশাপাশি গানটির কথাও লিখেছেন শিল্পী নিজে।
সম্প্রতি প্রকাশ পেয়েছে গানটির পোস্টার, যেখানে রোবটমানবের আদলে দেখা গেছে বাপ্পা মজুমদারকে।
গানটি নিয়ে বাপ্পা মজুমদার গ্লিটজকে বলেন, “এই সময়ে দাঁড়িয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবনা থেকেই গানটির নাম রেখেছি ‘আগামীকাল’। সময়ের পরিবর্তন, প্রযুক্তির প্রভাব, মানুষের মানসিক অবস্থা সবকিছুরই এক ধরনের প্রতিফলন রয়েছে এই গানে।”
গানটি দর্শক ও শ্রোতার পছন্দ হবে বলেই আশা রাখছেন এই শিল্পী।
'আগামীকাল' গানটি মিউজিক ভিডিও আকারে বাপ্পা মজুমদারের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। গানটির ভিডিও নির্মাণ করেছেন আহাদ অন্তর।
গানের ভুবনে তিন দশকের বেশি সময় ধরে সক্রিয় বাপ্পা মজুমদার। একক গান ও দলছুট ব্যান্ড নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।
গত মে মাসে প্রকাশ পেয়েছে বাপ্পা মজুমদারের আরেকটি গান ‘মাগুরার ফুল’। প্রতিবাদী এই গানটির কথা তৈরি করা হয়েছে একটি শিশুকে ঘিরে।
এর আগে গত বছরের এপ্রিলে প্রকাশ্যে আসে দলছুট ব্যান্ডের ‘সঞ্জীব’ অ্যালবাম। গানের এ ব্যান্ড যার হাত ধরে গড়ে ওঠা, সেই প্রয়াত শিল্পী সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে অ্যালবামের নাম রাখা হয়েছে।
‘তুমি যাও’, ‘প্রবঞ্চনা’, ‘গানের শুরুটা’, ‘তুমি আছো নাকি’, ‘মন কারিগর’, ‘শূন্য লাগে’, ‘দুটো মানুষ’, ‘মন দাবাড়ু’, ‘তার ছায়ায়’, ‘মেঘ জমেছে’ ও ‘সঞ্জীব চৌধুরী’ শিরোনামের গানগুলো রয়েছে ‘সঞ্জীব’ অ্যালবামে।