১৬ বছর বয়সে ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে বিজয়ী হয়েছিলেন শ্রেয়া। ৩৯ এ এসে বিপুল জনপ্রিয়তার সঙ্গে এই শিল্পীর ঝুলি ভরে উঠেছে পাঁচটি জাতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে। পঞ্চম পুরস্কারটি সবেমাত্রে পেয়েছেন ভারতীয় এই শিল্পী। বৃহস্পতিবার, ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি ঘোষণায় জানা গেছে, 'ইরাভিন নিঝহল' ছবির 'মায়াব ছায়াভা' গানের জন্য সেরা নারী প্লেব্যাক গায়িকার পুরস্কার জিতেছেন শ্রেয়া।