ঢাকার যাত্রাবাড়ীর মাতুয়াইলে ময়লা ভাগাড়ে (ল্যান্ডফিল) ঢেকে গেছে সবুজে। স্থানীয় কিছু লোকজন সেখানে জায়গা সমান করে চাষ করেছেন সবজি।পাট শাক, লাল শাক, পুঁইশাক আর কলমি শাকসহ নানা রকমের সবজি চাষ হচ্ছে ময়লার স্তুপ ও তার আশেপাশেই।