আমের ধরণই দেখা গেল হরেকরকম। রঙিন সব আমও নজর কাড়ল দর্শনার্থী-ক্রেতাদের। ঢাকার খামারবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এ ফল প্রদর্শনীতে আরও কিছু ফল দৃষ্টি কেড়েছে সবার। বৃহস্পতিবার শুরু তিন দিনের এ প্রদর্শনীতে দেশের বিভিন্ন স্থান থেকে ফল নিয়ে হাজির হয়েছেন চাষি ও খামারিরা।