হাতে তৈরি বাটিকের কাপড়ের জন্য অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে নামডাক কুমিল্লার সদর উপজেলার কমলপুরের। এখানকার কারখানাগুলোতে সুতি কিংবা সিল্কের সাদা থান কাপড়ে কোনো যন্ত্র ছাড়াই তৈরি হয় এই কাপড়। বাটিক শাড়ি, থ্রি পিস, শার্ট ও লুঙ্গি সুলভ মূল্যে বিক্রি হয় কুমিল্লার বিভিন্ন দোকানে।