Published : 13 Jun 2025, 02:04 PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে একান্ত বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশ সময় শুক্রবার বেলা ২টায় পার্ক লেইনে ডরচেস্টার হোটেলে এ বৈঠক শুরু হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
এ বৈঠকের আগে সেখানে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম।
এর মিনিট দশেক আগে গাড়ি যোগে হোটেলে পৌঁছান তারেক রহমান। সেখানে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টার দপ্তরের কর্মকর্তারা। এসময় হোটেলের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান স্যুট পরিহিত তারেক।
সফররত প্রধান উপদেষ্টা এ হোটেলেই অবস্থান করছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা প্রত্যাশা করছি, এই বৈঠকের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে, বাংলাদেশের সংকট সমাধানের ইতিবাচক ভূমিকার পথ উন্মুক্ত হবে।”
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠককে ঘিরে দেশের নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। রাজনৈতিক অঙ্গন, হোটেল-রেস্তারাঁ, টেলিভিশনের আলোচনা অনুষ্ঠান, পত্রপত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম- সবখানেই আলোচনা হচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “এই বৈঠকটি অত্যন্ত সময়োপযোগী বৈঠক। বাংলাদেশের সরকার প্রধান এবং বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের প্রধানের মধ্যে বৈঠকটি হতে যাচ্ছে।
“আমরা আশা করছি, এদেশের জনগণ আশা করছে, এই বৈঠকের মধ্য দিয়ে জাতির জন্য দেশের জন্য দিক নির্দেশনামূলক এবং ভবিষ্যত রাষ্ট্র পরিচালনার ব্যাপারে ইতিবাচক ও যৌক্তিক সিদ্ধান্ত আসবে।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, “এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
“আমি মনে করি, এই বৈঠকের পর জনগণের মধ্যে নির্বাচন নিয়ে চলমান ধোঁয়াশা কেটে যাবে।”
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর কোনো দেশের সরকারপ্রধানের সঙ্গে এটিই তার প্রথম একান্ত বৈঠক।
গত কয়েক মাস ধরে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের একাধিক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে একই দাবি তুলে ধরেছেন।
এর মধ্যে কোরবানির ঈদের আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচনের ঘোষণা দেন। তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা।