Published : 21 Apr 2025, 01:38 AM
নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতার বিরুদ্ধে নানা রকম অভিযোগ ওঠায় একটি শৃঙ্খলা কমিটি গঠন করেছে জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয়দের নিয়ে গঠিত দলটি।
রোববার এনসিপির দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের কথা জানানো হয়।
গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশের পর এটাই দলটির প্রথম কোনো আনুষ্ঠানিক কমিটি। এর আগে কয়েকটি পেশাজীবী সেল গঠন করা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ এপ্রিল এনসিপির তৃতীয় সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দলের সদস্যদের ‘আভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা’ এবং সদস্যদের বিরুদ্ধে উত্থাপিত ‘শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ’ তদন্তের জন্য আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের অনুমোদনে এই ‘শৃঙ্খলা কমিটি’ করা হয়েছে।
অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনকে প্রধান করে গঠিত কমিটির সদস্য হিসেবে আছেন ডা. তাজনূভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, মীর আরশাদুল হক, ফারহাদ আলম ভুঁইয়া, অ্যাডভোকেট আলী নাছের খান, আকরাম হোসেন (রাজ), আরমান হোসাইন, মো. আব্দুল্লাহ আল ফয়সাল, সানাউল্লাহ খান ও সাইয়েদ জামিল।
শুক্রবার বেলা ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত এনসিপির বাংলামোটর কার্যালয়ে দলটির তৃতীয় সাধারণ সভা হয়।
বৈঠকে উপস্থিত কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, দলটির মুখ্য সংগঠক সারজিস আলম ও তার অন্যতম অনুসারী যুগ্ম সদস্য সচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের ‘হঠাৎ বিলাসী জীবন’ এবং তাদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ওঠা বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগ নিয়ে সভায় প্রশ্ন তুলেন কয়েকজন সদস্য।
এসময় সারজিস আলম কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেন। তখন বিতর্কে হস্তক্ষেপ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বিভিন্ন সর্বনাম ও রূপক শব্দ ব্যবহার করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। এক পর্যায়ে সভার সভাপতি একটি শৃঙ্খলা কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে পরবর্তী বিষয়ে আলোচনায় যান।
বিষয়গুলো নিয়ে সারজিস আলম বা সালাউদ্দিন আহমেদ তানভীরের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।