Published : 14 Jun 2025, 09:44 PM
রাজনৈতিক দলের নিবন্ধন পেতে নিজেদের গঠনতন্ত্র, প্রতীক ও জেলা-উপজেলা পর্যায়ে কমিটি গঠনসহ ‘সব প্রস্তুতি’ গুছিয়ে আনার কথা বলছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি।
দলটির একাধিক কেন্দ্রীয় নেতা বলছেন, এনসিপির দলীয় প্রতীকের সংক্ষিপ্ত তালিকায় মুষ্টিবদ্ধ হাত, দোয়াত-কলম, ল্যাপটপ, শাপলাসহ ‘পাঁচ-ছয়টি’ বিষয় রাখা হয়েছে।
দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা নির্ধারিত সময়ের আগেই দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা দেব।
“ইতোমধ্যেই আমাদের গঠনতন্ত্র দলের সাধারণ সভায় অনুমোদন পেয়েছে। কিছু টেকনিক্যাল বিষয়ে চূড়ান্ত ঐকমত্যের জন্য চলতি সপ্তাহে আরেকটি সাধারণ সভা ডাকা হবে।”
গত ৫ অগাস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এক ডজনের বেশি নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটে।
এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি।
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধন পেতে আগ্রহী রাজনৈতিক দলগুলোকে আবেদন করার জন্য গত ১০ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে ইসি।
আবেদনের সময়সীমা ছিল ২০ এপ্রিল পর্যন্ত। কিন্তু এনসিপিসহ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই সময় দুই মাস বাড়িয়ে ২২ জুন নির্ধারণ করে নির্বাচন কমিশন।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “নিবন্ধনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”
ঢাকার বাংলামোটরে রূপায়ণ টাওয়ারের ‘লেবেল ১৫’-তে জাতীয় নাগরিক কমিটির যে কার্যালয় ছিল সেটি বর্তমানে প্রায় নিষ্ক্রিয়। এটিকেই নিজেদের অস্থায়ী কার্যালয় হিসেবে বেছে নিয়েছে এনসিপি।
এ ভবনের দ্বিতীয় তলায়ও তাদের একটি কার্যালয় রয়েছে। অস্থায়ী ঠিকানা হিসেবে রূপায়ণ টাওয়ারের দ্বিতীয় তলাকে বেছে নেওয়া হতে পারে বলে আভাস দিয়েছেন আদীব।
এনসিপি নেতা সারোয়ার তুষার বলেন, “ইতোমধ্যেই আমাদের ৩০টি জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। নিবন্ধনের আবেদন করার আগেই ১২০টি উপজেলা কমিটি ঘোষণা করা হবে।
“নির্বাচন কমিশনের চাহিদা হচ্ছে ২২ জেলা এবং ১০০ উপজেলায় কমিটি ঘোষণা। এরপর তারা তাদের পরিদর্শন শেষ করে তাদের নিয়ম অনুযায়ী নিবন্ধন দেবে।”
নির্ধারিত সময়ের আগেই আবেদন জমা দেওয়া হবে জানিয়ে তুষার বলেন, “গঠনতন্ত্র নিয়ে নীতিগতভাবে সবাই মোটামুটি একমত। কিছু টেকনিক্যাল বিষয়ে আরেকটু আলোচনা হবে।”
সংক্ষিপ্ত তালিকায় ‘পাঁচ-ছয়টা’ প্রতীক রয়েছে বলে জানান তুষার।
চলতি জুনের শুরুতে ঢাকার দুই মহানগরীতে কমিটি ঘোষণার মাধ্যমে অঞ্চলভিত্তিক কমিটি দেওয়া শুরু করে এনসিপি।
এরপর ঈদের আগে ধাপে ধাপে পঞ্চগড় সদর, তেতুলিয়া, দেবীগঞ্জ, বোদা, গোপালগঞ্জের কোটালিপাড়া, নড়াইলের লোহাগড়া, কালিয়া, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, সরাইল, বাগেরহাটের কচুয়াসহ বিভিন্ন উপজেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
জেলার মধ্যে শরণখোলা, টাঙ্গাইল, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, ঝালকাঠি, মেহেরপুর, বরিশাল, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, লালমনিরহাট, নড়াইল, চুয়াডাঙা ও মুন্সিগঞ্জে কমিটি ঘোষণা করা হয়।
আর ঈদের পর বান্দরবান, বগুড়া ও জামালপুর ও টাঙ্গাইলের আরও কয়েকটি উপজেলায় কমিটি দেয় নতুন দলটি।
নতুন দলের ক্ষেত্রে ইসির নিবন্ধনের শর্ত হল, দলটির একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে। কার্যকর কমিটি থাকতে হবে কমপক্ষে এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায়।
সদস্য হিসেবে অন্তত ১০০টি উপজেলা কিংবা মেট্রোপলিটন থানার কমপক্ষে ২০০ ভোটারের সমর্থনের নথিও দেখাতে হবে।
নতুন রাজনৈতিক দল নিবন্ধনে বিদ্যমান আইন-বিধি অনুযায়ী, ১০টি তথ্য আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। নিবন্ধন ফি হিসেবে দিতে হবে ৫ হাজার টাকা, যা ফেরতযোগ্য নয়।
দলীয় প্যাডে দরখাস্তের সঙ্গে দলের গঠনতন্ত্র, নির্বাচনি ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও দলীয় পতাকার ছবি, দলের কেন্দ্রীয় কমিটির সব সদস্যের নামের তালিকা, ব্যাংক অ্যাকাউন্ট ও সর্বশেষ স্থিতি জমা দিতে হবে।
জমা দিতে হবে তহবিলের উৎস, দল নিবন্ধনের আবেদনকারীর ক্ষমতাপত্র, নিবন্ধন ফি বাবদ অফেরতযোগ্য ট্রেজারি চালানের কপি এবং নিবন্ধনের তিনটি শর্তের মধ্যে যে কোনো একটি পূরণের প্রমাণপত্র।