Published : 06 Jun 2025, 06:48 PM
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঈদ উদযাপন করবেন ঢাকার গুলশানের বাসা ‘ফিরোজায়’, সেখানে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছাও বিনিময় করবেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামীকাল পবিত্র ঈদুল আজহা। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া গুলশানের যে বাসা ফিরোজায় অবস্থান করছেন, সেখানেই উনি ঈদ উদযাপন করবেন।
“ওনার পরিবারের পক্ষ থেকে যে কোরবানি, সেটা এখানেই (ফিরোজায়) দেওয়া হবে। ওনার জ্যেষ্ঠ ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নামে কোরবানিও এখানে (ফিরোজায়) হবে।”
ঢাকা ছাড়াও বগুড়ার গাবতলীতে খালেদা জিয়া, তারেক রহমানসহ তাদের পরিবারের সদস্যদের নামে কোরবানি দেওয়া হবে জানিয়ে জাহিদ বলেন, ‘এছাড়াও কয়েকটি জেলায় দলের নেতা-কর্মীরা ম্যাডামের জন্য কোরবানি দেবেন।’
‘নিকট স্বজনদের একান্ত সময় কাটাবেন’
ঈদের দিন দুপুর থেকে বিকাল পর্যন্ত খালেদা জিয়া তার নিকট স্বজনদের সাথে একান্তে সময় কাটাবেন। এই সময়টা রাখা হয়েছে শুধুমাত্র পরিবারের সদস্যদের জন্য।
বিএনপি নেতা জাহিদ বলেন, “উনার (খালেদা জিয়া) মেজ বোন সেলিনা রহমান, ছোট ভাই শামীম এস্কান্দারসহ তাদের পরিবার এবং ম্যাডামের ঘনিষ্ট নিকট আত্বীয় স্বজন যারা ঢাকায় ঈদ করছেন তারা মূলত ফিরোজায় এসে তার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এবং ম্যাডাম তাদেরকে একান্ত সময় দেবেন।
“দুপুরে খাবার উনি স্বজনদের নিয়েই খাবেন।”
জাহিদ বলেন, রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যদের সাথে ফিরোজায় ঈদের শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া।
‘লন্ডন থেকে সকালেই মাকে ঈদ মোবারক জানিয়েছেন’
বিএনপি স্থায়ী কমিটির সদস্য জাহিদ বলেন, “এখানে মনে রাখতে হবে, ওনার (খালেদা জিয়া) যে জ্যেষ্ঠ সন্তান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব… ওনার ঈদ হচ্ছে ৬ জুন মানে, আজকে শুক্রবার লন্ডনে ঈদুল আজহা উদযাপন হচ্ছে। ইতোমধ্যে তারেক সাহেব দলের নেতা-কর্মীদের সাথে ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন।
“ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে ওনার সার্বক্ষণিকভাবে যোগাযোগ আছে। সে অনুযায়ী ছেলের সঙ্গে মায়ের শুভেচ্ছা বিনিময় বা ওনাদের মধ্যে যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার সেটা ওনারদের মতো করে করেছেন।”
তিন বলেন, শুক্রবার সকালে লন্ডন থেকে তারেক রহমান টেলিফোনে মাকে ঈদ মোবারক জানিয়েছেন এবং পুত্রবধু ও নাতনিদের সাথেও কথা বলেছেন খালেদা জিয়া।
খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান, তার সহধর্মিনী জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান, মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান সকলে লন্ডনে একসাথে ঈদ উদযাপন করছেন বলে জানান জাহিদ।
বৃহস্পতিবার ঢাকা থেকে রওনা হয়ে রাতে জুবাইদা রহমান লন্ডন পৌঁছান। এর দেড় সপ্তাহ আগে কোকোর স্ত্রী লন্ডনে ফিরে যান।
দুই পুত্রবধুকে নিয়ে ৬ মে খালেদা জিয়ার লন্ডন থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন।
‘দেশবাসীসহ নেতা-কর্মীদের ঈদ মোবারক’
জাহিদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসী ও প্রবাসে থাকা দলের নেতা-কর্মীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
“তিনি বলেছেন, দেশের মানুষের জন্য, মুসলিম উম্মার জন্য উনি দোয়া করেন, উনি নিজেও সকলের কাছে দোয়া চেয়েছেন এবং অন্যদেরও উনার জন্য দোয়া করতে বলেছেন।”
‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ’
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের অন্যতম সদস্য ডা. জাহিদ বলেন, “ম্যাডাম এই মুহূর্তে আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানীতে…উনি যেরকম লন্ডন থেকে আসার সময় দেখেছেন অর্থাৎ গত ৬ মে লন্ডন থেকে উন্নত চিকিৎসা শেষ করে বাংলাদেশে ফেরেন….আলহামদুলিল্লাহ উনার শারীরিক অবস্থা একরকম স্থিতিশীল আছে।”
তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সদস্যরা নিয়মিতভাবে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর রাখছেন, মেডিকেল বোর্ডের পক্ষ থেকে শারীরিকভাবে প্রতিদিনই যেগুলো পরীক্ষা করার সেগুলো করা হয়ে থাকে।
‘ঈদ যাতে সবাই ঠিক মত করতে পারে’
জাহিদ বলেন, “ম্যাডাম স্বাভাবিকভাবে দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করেন। সাধারণ মানুষ যাদের মাঝে ঈদ মানে উৎসব, ঈদ মানে আনন্দ-এটা যাতে ঠিক মত সবাই করতে পারে সে ব্যাপারে উনি খুবই চিন্তা করেন।
“উনি সেজন্য সবসময় বলেও থাকেন যে, সাধারণ মানুষ যদি ঈদে আনন্দে থাকে, তাদের জীবনটা যদি নির্বাহ করা একটু সহজ হয় তাহলেই ঈদ তার সার্থকতা পাবে।”
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রায় আড়াই মাস আগে ঈদুল ফিতর উদযাপন করেছেন লন্ডনে তারেক রহমানের বাসায়। দুই পূত্রবধুসহ নাতনিদের নিয়ে তার একান্ত ঈদ উদযাপন হয় দেড় দশকের বেশি সময় পর।