Published : 14 Jun 2025, 08:11 PM
আগামী সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে এগিয়ে আনার ঘোষণাকে ‘অন্তবর্তী সরকারের বিলম্বিত বোধোদয়' হিসেবে দেখছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
শনিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।
সাইফুল হক বলেন, দেশের মানুষের অধিকার ও মুক্তি অর্জনে জনগণের ভালবাসা নিয়ে আগামী দিনগুলোতেও আপোষহীন ধারায় তাদের দল সংগ্রাম অব্যাহত রাখবে।
দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘‘লন্ডনে সরকারপ্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যকার বৈঠকের মধ্যে দিয়ে নির্বাচনকেন্দ্রিক অচলাবস্থা ও সন্দেহ অবিশ্বাস অনেকখানি দূর হবে বলে আশা করা যায়। অন্তবর্তীকালীন সরকারের এই ঘোষণাকে আমরা বিলম্বিত বোধদয় হিসেবে দেখছি।
‘‘আরো আগে এই বোধদয় হলে অনেক অনাকাঙ্ক্ষিত বিতর্ক ও রাজনৈতিক বিরোধ -বৈরিতা এড়িয়ে নির্বাচনের প্রস্তুতিসহ আসল কাজগুলোতে আরও মনোযোগ দেওয়া যেত।”
শুক্রবার লন্ডনের পার্ক লেনে হোটেল ডোরচেস্টারে সফররত প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আগে ঘোষিত এপ্রিলের প্রথমার্ধের বদলে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন এগিয়ে আনার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন বলে যৌথ ঘোষণায় বলা হয়।
সাইফুল হক বলেন, ‘‘এই বৈঠকের মধ্য দিয়ে বিচার, সংস্কার ও নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সম্মানজনক প্রস্থানের রাস্তা সুগম হল বলে ধরে নেওয়া যেতে পারে।
‘‘আপাতত রাজনীতির গুমোট পরিস্থিতির যেমন অবসান হতে পারে, তেমনি সরকারেরও বিশেষ কোনো দিকে ঝুঁকে পড়ার আশঙ্কাও কিছুটা কমতে পারে।”
সমাবেশে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আহবায়ক শেখ আবদুর নূর প্রমূখ বক্তব্য রাখেন।
সমাবেশের পরে সাইফুল হকের নেতৃত্বে নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদ, মুক্তিযুদ্ধের শহীদ ও জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন পুস্তবক অর্পণ করেন।