Published : 05 Jun 2025, 01:41 PM
একমাস দেশে কাটানোর পর লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান।
বৃহস্পতিবার সকাল ১০টা ৫৫ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি (জুবাইদা রহমান) লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন।”
তিনি বলেন, “বিমানে ওঠার পরপরই ম্যাডাম (খালেদা জিয়া) টেলিফোন করে জুবাইদা রহমানের খোঁজ নিয়েছেন- ঠিকভাবে উঠেছে কি না, জেনেছেন। উনার (জুবাইদা রহমানের) সাথে কথা বলেছেন।
“এর আগে সকালে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে ম্যাডামের দোয়া নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হন তিনি।”
বিমানবন্দরে জুবাইদা রহমানকে বিদায় জানান বিএনপি নেতা এ কে এম শামসুল ইসলাম শামস, আতিকুর রহমান রুমন, নুরুল ইসলাম আজাদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের শাহ মোহাম্মদ আমান উল্লাহ, ডক্টরস অ্যাসোসিয়েশনের মনোয়ারুল কাদির বিটু।
এর আগে বুধবার রাতে ধানমন্ডির বাসা ‘মাহবুব ভবনে’ মা ইকবাল মান্দ বানুর কাছ থেকে বিদায় নিয়ে শাশুড়ির বাসা ফিরোজায় আসেন জুবাইদা রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৮ সালে কারামুক্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমানকে নিয়ে লন্ডনে যান। এরপর আওয়ামী লীগের সময়ে তাদের আর দেশে ফেরা হয়নি।
পটপরিবর্তনের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে চার মাস চিকিৎসা নিয়ে ৬ মে দেশে ফেরেন। তার সফর সঙ্গী হয়ে জুবাইদা রহমান ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখেন।