Published : 13 May 2024, 04:39 PM
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের কোনো কর্তাব্যক্তি বাংলাদেশে সফরে এসে বিএনপিকে মদদ দিয়ে ফের চাঙা করে তুলবে এমন কোনো পরিস্থিতি আর নেই।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডনাল্ড লু’র ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নে কাদের এ কথা বলেছেন।
সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কাদের বলেন, “তিনি (ডনাল্ড লু) আসছেন, তাদের কোনো উদ্দেশ্য আছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা এটা বলতে চাই যে, কেউ আমাদের দেশে এসে বিএনপিকে আবারও মদদ দিবে, চাঙ্গা করবে সে পরিস্থিতি বোধহয় এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। যারা এই দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। এখানে বিস্তৃত হবে এমন মনে করার কোনো কারণ নেই।”
দুদিনের সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন ডনাল্ড লু। ঢাকায় আসার আগে ভারত ও শ্রীলঙ্কা সফর করছেন তিনি।
গাজায় ইসরায়েলি হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, “দেখুন, আপনারা সাংবাদিকরা নিজের দেশ সম্পর্কে ধারণাটা উঁচু রাখবেন। কোথাকার কোন দেশের এক....তাদের প্রেসিডেন্টের কথাই ইসরায়েল শোনেনা। গাজায় সিজ ফায়ারের বিষয়ে তাদের প্রেসিডেন্টের কথা শোনে না। নেতানিয়াহু ওপেনলি বলেছেন, ‘বাইডেনের সাথে আমাদের আগেও পার্থক্য ছিল, কাজেই বাইডেন কি বলল...আমাদের কাজ আমরা করব। প্রয়োজনে উই ফাইট অ্যালোন। আমরা একা যুদ্ধ করব’।”
এ সময় জনগণের ভোটে নির্বাচিত আওয়ামী লীগ সরকারের কাউকে ভয় পাওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন কাদের।
৭ জানুয়ারির নির্বাচনে পর বাংলাদেশের রাজনীতি নিয়ে পশ্চিমা দেশগুলোর অবস্থান কেমন জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “নির্বাচনের পরে প্রেসিডেন্ট বাইডেন যে চিঠি আমাদের প্রধানমন্ত্রীকে দিয়েছেন সে চিঠিতে আমেরিকার যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে, আমরা বাস্তবে দেখব সেটার প্রতিফলন বাস্তবে কতটা। তার উপরেই নির্ভর করবে আমাদের প্রতিক্রিয়া।”
নির্বাচন ও রাজনীতির মাঠে বিএনপির অনুপস্থিতি গণতন্ত্রের জন্য ক্ষতিকর কিনা প্রশ্নে কাদেরের উত্তর, “আমরা তো বিএনপিকে নির্বাচনে আসতে কোনো প্রকার বাধা দেইনি। নির্বাচনে না এসে তারা যে বড় ভুল করেছে সেটার মূল্য তাদেরকে দিতে হবে।”
১৪ দলীয় জোটের কোনো কার্যক্রম দৃশ্যমান নয়, এক্ষেত্র জোট ভেঙে গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “জোট আছে। জোটের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেই সংবাদ সম্মেলনে বলেছেন, ‘জোট আছে এবং জোটের সঙ্গে আমি যথাসময়ে বসব এবং আলাপ করব’।”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ দপ্তর সম্পাদক সায়েম খান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।