Published : 13 Jun 2025, 03:57 PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বাংলাদেশ সময় শুক্রবার বেলা ২টায় পার্ক লেইনে ডরচেস্টার হোটেলে এ বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে ৩টা ৪০ মিনিটে হোটেল ত্যাগ করেন তারেক রহমান। তিনি গাড়িতে ওঠার আগে হোটেলের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান।
বৈঠক শুরুর আগে কুশল বিনিময়ের সময় তারেক তার মা, বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার ‘সালাম’ পৌঁছে দেন ইউনূসকে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠক হয়।
এর আগে ১টা ৫০ মিনিটে গাড়ি যোগে হোটেলে পৌঁছান তারেক রহমান। সেখানে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টার দপ্তরের কর্মকর্তারা।
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠককে ঘিরে দেশের নানা শ্রেণি-পেশার মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। রাজনৈতিক অঙ্গন, হোটেল-রেস্তারাঁ, টেলিভিশনের আলোচনা অনুষ্ঠান, পত্রপত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যম- সবখানেই আলোচনা হচ্ছে।
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর কোনো সরকারপ্রধানের সঙ্গে এটিই তার প্রথম একান্ত বৈঠক।
গত কয়েক মাস ধরে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের একাধিক সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে একই দাবি তুলে ধরেছেন।
এর মধ্যে কোরবানির ঈদের আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচনের ঘোষণা দেন। তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।