Published : 10 May 2025, 05:17 PM
আওয়ামী লীগ নিষিদ্ধ করাসহ তিন দফা দাবিতে ঢাকার শাহবাগে গণজমায়েত কর্মসূচি চলছে।
শনিবার বেলা ৩টার পর শাহবাগ মোড়ে শুরু হওয়া এই গণজমায়েতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী ছাত্রশিবির, প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ) ও জুলাই অভ্যুত্থানে যুক্ত বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা৷
শাহবাগে অবরোধ কর্মসূচি চলার মধ্যে শুক্রবার রাতে সংবাদ সম্মেলন করে গণজমায়েতের কর্মসূচি ঘোষণা করেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
কর্মসূচি শুরুর দিকে জনসমাগম কিছুটা কম থাকলেও বিকাল ৪টার পর জনসমাগম বেড়েছে।
সেখানে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শুক্রবার বিকাল থেকে রাজধানীর শাহবাগে বিভিন্ন রাজনৈতিক দলের অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে দেখা যায়, শুক্রবারের তুলনায় জনসমাগম কিছুটা কম। তবে পুরো শাহবাগ মোড় অবরোধ করে রাখা হয়েছে। তাতে যান চলাচল বন্ধ রয়েছে।
তবে অ্যাম্বুলেন্স চলাচলে বাধা নেই বলে জানিয়েছেন ফাহিম হোসেন নামের এক আন্দোলনকারী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। তবে এটাতে মানুষের হয়রানি হচ্ছে। সরকার যত দ্রুত সিদ্ধান্ত নেবে, জনগণের জন্য ততো ভালো হবে।”
অবরোধ কর্মসূচিতে ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ, করতে হবে করতে হবে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ’, ‘দফা এক দাবি এক, লীগ নট কাম ব্যাক’, ‘এক দুই তিন চার, চুপ্পু তুই গদি ছাড়’, ‘আওয়ামী লীগের নিবন্ধন, বাতিল কর করতে হবে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ স্লোগান দিতে দেখা যায় তাদের।
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের খবর নিয়ে আলোচনার মধ্যে বৃহস্পতিবার রাতে সরকারপ্রধানের বাসভবন যমুনার সামনে অবস্থান নেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ নেতৃত্বাধীন একদল বিক্ষোভকারী।
তাতে সংহতি প্রকাশ করেন জামায়াতে ইসলামী, এবি পার্টি, ইসলামী ছাত্রশিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম এবং বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার জুমার পর তারা মিন্টো রোডের প্রবেশ মুখে মঞ্চ বানিয়ে সেখানে সমাবেশ করেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে তাতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
সেখান থেকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ শাহবাগ অবরোধের ঘোষণা দেন। বিকাল ৪টার পর আন্দোলনকারীরা শাহবাগের দিকে এগোতে থাকেন। ফলে তখন থেকে শাহবাগমুখী সবগুলো রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
শুক্রবার রাতে নতুন কর্মসূচি ঘোষণা করতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “আগামীকাল তিন দফা দাবিতে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি আগামীকাল বিকাল ৩টার দিকে শাহবাগে গণজমায়েত পালন করা হবে।”
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির পাশাপাশি জুলাই ঘোষণাপত্র দেওয়া এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির বিচারের জন্য আইনে প্রয়োজনীয় বিধান যোগ দাবি জানিয়েছেন তারা। জুলাই অভ্যুত্থানের সময় দমন-পীড়নকে মানবতাবিরোধী অপরাধ বিবেচনা করে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার চাইছেন আন্দোলনকারীরা।